পথের বাঁকে 'থির' পলকে বসে থাকে
এ বান্দা অসহায়
তোমার 'দিদার' হোক আমার সুপথ পাবার
মিনতি জানাই…
পাপী বেভুল পায়না ‘সুকুন’ কেঁদে আকুল
তোমার মায়ায়
স্বপ্নে তোমায় অধীর হৃদয় দেখিতে চায়
মনের আয়নায়…
দরদী নবী ওগো ধ্যানের ছবি মরুর রবি
দেখা দাও আমায়
দেখলে তোমায় পাবো নিশ্চয় নিশিথ কালোয়
বেহেশতি ‘রোশ্নাই’…
‘নূর-ই-এলাহি’ দীনের নবী করো ‘তবাহি’
মনের ‘কালিমা’
মনের আশা পেয়ে দেখা ফুরাবে ‘তিয়াসা’
অধম এ বান্দায়…
মন’রে অবোধ ছেড়ে দে ক্রোধ নিস্'নে প্রতিশোধ
মন’রে দে শান্তি
শান্তির বানী শুনিয়েছেন নবী তারই পরশখানি
বিলিয়ে দে দুনিয়ায়…
পথের বাঁকে 'থির' পলকে বসে থাকে
এ বান্দা অসহায়
তোমার 'দিদার' হোক আমার সুপথ পাবার
মিনতি জানাই…
শব্দ তরজমাঃ 'থির' = স্থির-এর কোমল রূপ, 'দিদার' = সাক্ষাত, ‘সুকুন’ = শান্তি, ‘রোশ্নাই’ = আলোর ঝলকানি, ‘নূর-ই-এলাহি’ = স্রষ্ঠার আলো, ‘তবাহি’ = ধ্বংস, ‘কালিমা’ = ময়লা, ‘তিয়াসা’ = পানির তৃষ্ণা
সুরঃ এই নাত-ই-রাসুল'খানি "ভৈরবী" রাগের নোটেশ্যনে গীত হবে...
অনুসৃতব্য সুর ও ছন্দঃ "বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিস্নে আজি দোল" - কবি কাজী নজরুল ইসলাম
পুর্বের নাত-ই-রাসুল [সাঃ] "পূর্ণিমার আলো" পড়ুন এবং ভালো লাগলে আপনার অনুভূতি ব্যক্ত করুন... সবার প্রতি আন্তরিক শুভকামনা ও প্রীতিমুগ্ধতা...
_____________________________________________________
দ্রষ্টব্যঃ কপিরাইটের জন্য "বাংলা কবিতা"য় প্রকাশিত প্রতিটি সাহিত্যকর্মই আংশিক আকারে প্রদর্শিত
[ Copyright © 2022 | Anwar Parvez Nur Shishir – All Rights Strictly Reserved ]