'দুর্নিবার্যহিয়ারহিত' হে অন্তঃস্থ প্রাণপ্রতিমা আমার
'দেশকালপাত্রস্থিত' হে সর্বস্বসমর্পিত অন্তর আধার;
'মেঘাচ্ছন্নদৃষ্টিপথ' আজো রহিয়াছে সমান ক্লেশাবহ
'পীড়িতজীবনাঙ্গন' জুড়িয়া যত ব্যথা যাতনা প্রবাহ~

'অত্যাগসহনপ্রাণময়' দূরারোগ্য ভূগোল ব্যাপিয়া
'অকুলপাথারসদাশয়' চিরধ্রুব জ্যোতিষ্ক যাচিয়া,
একাত্মবোধভাবনায় চির আঁধারে ডুবিছে এ হিয়া...


_______________
যশোর ঢাকা বাংলাদেশ
১৩/১১/২০১৭/বৃহস্পতিবার