আমার এই তাবু জীবনের সাতচল্লিশটি বছর
সত্যিই আশ্চর্শ বিচিত্রভাবে নেড়েচেড়ে যাচ্ছি…
ভাবতে মন্দ লাগে না, আমি পড়াশোনা
আর লেখা ছাড়া কিছুই করিনা…
কিভাবে কিভাবে জীবনের চারটি দশক পেরিয়ে
আজকে পঞ্চাশ ছুঁই ছুঁই করছি…!
মাঝখানে কিছু চঞ্চল বছর
আমার কিছুই স্পষ্ট মনে ছিল না
কোনো প্রয়োজনও হয়নি…
কিন্তু পৃষ্ঠার পর পৃষ্ঠা নষ্ট ক’রে
যাকে ভুলতে চেয়েছি
সে চোখের আগে ঝিলমিল করেছে কেবল…

ইচ্ছে হয়েছে মাঝে মাঝেই
“তারে দেখি যদি একবার কাছে পাই
সে সুযোগ হবে কি, জীবন তো একটাই…!”
যাকে একদিন ভেবেছিলাম ভালোবেসে
রাত্রির তারায় চাঁদের রংধনুতে পরাজিত করেছি
আমার সেই অর্ধেক মানবী অর্ধেক কল্পনার
বিষন্ন নীল অপরাজিতাকে হারিয়ে ফেলবার পর
একটা সত্য ভালো ক’রে অনুধাবন করেছি
মানুষের সত্যিকার ভালোবাসার স্বরূপ…

হয়তো জানতেই পেতাম না এই মহাসত্য !
অপরাজিতা’কে পার্থিব জীবনে
আমার দিবারাত্রির ছায়াসঙ্গিনী ক’রে পেলে !
চিরবিদায় নিয়ে অপরাজিতা পুতুল চলে যেতে যেতে
আমাকে কিছু অমূল্য সত্য ব’লে গিয়েছে
“ভালোবাসা কোনো পরাধীন অনুভব নয় –
যে সত্যিকার ভালোবাসে, সে ত্যাগও ক’রতে পারে
আর ত্যাগ ক’রতে পারে ব’লেই
সে সত্যিকার ভালোবাসে…”

সত্যি কি কোনোদিনও মিথ্যে হ’তে পারে !
সত্যি চিরকালই দূরারোগ্য সত্যি
পৃথিবী ধ্বংস হয়ে গেলেও সত্যি কখনও মিথ্যে হবে না
অপরাজিতা আমাকে আরও সত্যি বলেছে
মায়াবী সুন্দর সত্য…
“কোনোদিন বুঝতে পারিনি, ছোট্ট এক অবোধ বালকের
বর্তমান দীর্ঘশ্বাসের কারণ আমি
তার সব কষ্টের দায়িত্ব আমার…!”

জানিনে, এমন সত্য মন্ত্রোচ্চারণের পর’ও
কিভাবে সে আমাকে ফেলে অন্তর্হিত হ’লো…!
অথচ কথা ছিল, সে আর আমি
একসাথে শেষ সাঁঝবেলার সূর্যকুসুম দেখবো
আমি আর সে এবং সে আর আমি
সেই বাড়ি ঘর, সেই রাস্তা, সেই রজনীগন্ধা সন্ধ্যা
সেই জলপাই রঙ গাড়ি
সেই কলেজের বারান্দা, সেই আমি আর তুমি…
_____________________________________________
“বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল,
যেদিন আমায় সত্যিকারের ভালবাসবে
সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে !”
​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ⌠কেউ কথা রাখেনি / সুনীল গঙ্গোপাধ্যায়⌡ ​
_________________________________________
দ্রষ্টব্যঃ কপিরাইটের জন্য এখানে প্রকাশিত প্রতিটি সাহিত্যকর্মই আংশিক আকারে প্রদর্শিত
N.B.: Some stanzas here have been masked to avoid copyright infringement
[ Copyright © 2023 | Anwar Parvez Nur Shishir – All Rights Strictly Reserved ]