কেন তুমি আর
প্রতিদিন আসো না
ভেবেছ কি তুমি
হয়ে গেছ অচেনা?
পথ চেয়ে চেয়ে
দেখো আমার কি হাল
দৃষ্টির সীমা রুদ্ধ করে
জনারণ্য দেয়াল...
প্রেম আজ এক
পলাতক শহরের জল্পনা
তুমি নেই তবু
মিনতির আক্ষেপ মেটে না
অসহ জীবনে
'যায় দিন ভালো'র বিস্মরণ
তোমার সাথে হতে থাকে
অবিরত সহমরণ...
বিরাট বিস্ময়ে জাগি
তোমার অপেক্ষায়
নিঃসীম আঁধারে
ঝিঁঝিঁ পোকা ডেকে যায়
বাতাসের ঢেউয়ে
রজনীগন্ধা ভেসে আসে
দেহমন অস্থির হয়
অজানা সর্বনাশে...
কখনো কখনো
আশপাশ কালো ক'রে
মদির মেঘের
রূপোলি বৃষ্টি ঝরে
তখনই প্রিয়
তোমাকে প্রাণে পাই
ফিরে ফিরে আসি
স্মরণের জানালায়...
তোমাকে ডাকি
ডেকে যাই সারাক্ষণ
রাত্রি আঁধারে
সহসা বোকা মন
বোঝে না তার
ফেরার আশা নেই
মিনতি তবু বেঁচে থাকে
প্রবল আক্ষেপেই...
মাঝে মাঝেই
হঠাৎ মনের দরজায়
তোমার আঙ্গুলের
করাঘাত শোনা যায়
মনের আগেই
চোখ চলে যায় প্রিয়
দেখতে তোমার
চাহনি অতুলনীয়...
"আমায় তুমি কেন
শুধু শুধু ডাকো?
তুমি তো আমার
হৃদয় জুড়েই থাকো
এ পৃথিবীর
সীমানা ছাড়িয়ে আবার
মিলন হবেই
দেখবে তোমার আমার..."