এককালে মানিব্যাগে টাকা থাকতো না বলে
যে কোনকালেই থাকবে না এমন কিন্তু নয়...
আজকে মানিব্যাগের যেখানে তোমার ফটো
তার আরো গভীর অতলে ছিল ভালোবাসা;
শুধু তোমাকে পেলে চাঁদে চলে যাবো বলে
আবেগের অপার্থিব শ্মশানে পুড়িয়েছি প্রেম...
বহুদিন পর ভালো করে চেয়ে দেখি এককালের হাড় জিরজিরে মানিব্যাগটা মরে ফুলে ফেঁপে দূর্গন্ধ ছড়াচ্ছে রীতিমত... .. .
___________
উত্তরা, ঢাকা
বাংলাদেশ
১৩/০৭/২০১৭