আমার কাছে কিছু মুহূর্ত আসে
দীর্ঘ প্রতীক্ষার অবসানে
হাসি কান্নার ছন্দ পতন শুনি,
সীমিত সময় সুদীর্ঘ পথ খোঁজে
অতঃপর…
গন্তব্যে পৌছে যায় অলীক মনপাখি…
.
Cloud they are
Bond-free to fly,
Ready anytime
To leave the sky...
.
Yet sometimes
It truly aches,
Dearest faces
When it takes...
.
মেঘের উপর মেঘ
তীব্র কয়েকটা বিজলি,
দৃষ্টি অন্ধকার ক’রে পালিয়ে যায়
হাতের অপেক্ষিত গোলাপ
পথের ধুলো মাখে,
তৃষ্ণার জল শুকিয়ে জাগে ফসলের চর…
.
নিঃসঙ্গ মেঘান্ধ আকাশের হঠাৎ
তড়িৎ চাবুকাঘাত তাকে অবলিভিয়্যন থেকে
আমার কাছে আসতে শুধু
রুখে রুখে দিতে চায়...
চিলেকোঠার দরজা খুললেই
তাই কার্নিশই আমার প্রাপ্তি হতে থাক...
.
ক্যুছ ভি গাল্লে কারকে যা রাহি হ্যো...
ইক হাম হ্যে য্যো আভিভি ক্যুছ
চিজো'কি কামিল না হ্যো সাকা,
আও্যর ইক তুম হ্যো কি
হ্যর ক্যিসি কি কামলি বান গায়্যে হ্যো...
.
ছত্রে ছত্রে শরীর শিহরিয়া
কালান্তিক স্করপিয়্যনের সাব-নোটেশ্যন
তোমার চাহুনি হে প্রিয়...
আমি জানি, এ মরণ আমাকে ছোঁবে না
শুধু ধুয়ে দেবে বসরাই গোলাপজলে...
ল্যভ অ্যাজ য়্যু গো ফ্রম হিয়্যের ট্যু ইটারনিটি...
লা পিয়্যেতা... লা পিয়্যেতা...
.
চোখের পরে চোখের শীতল চাওয়ায়
আদিগন্তের ব্যথা প্রলেপিত হয়
কয়েকটা তীব্র বিজলি ফিরে ফিরে এসে
আবার কোথাও মুহূর্তেই পালিয়ে যায়…
রেখে যায় কিছু অর্বাচীন স্মৃতি…
ঢাকা/১৩/১০/২০২২/বাংলাদেশ