যতবার রাস্তার মোড়ে এসে দাড়াই,
একেকটা রাস্তা
সেখানেই শেষ হয়ে যায়
সেখান থেকেই আবার নতুন রাস্তা শুরু হয়
মানুষ রাস্তায় চলে অথবা
রাস্তাই মানুষকে চালিয়ে নিয়ে যায়...
ধনী বাইলেন রাস্তা আইল্যান্ড গার্ডেনে সুশোভিত
ধনী রাস্তায় মিহি রেশম কার্পেটিং
গরীব রাস্তার যত্র অত্র
অবিচ্ছেদ্য দূরারোগ্য ক্ষত
গরীব রাস্তায় অভিযোগের ধানের চারা রোপিত
রাজপথ দিয়ে চলার সময়
মনে পড়ে গেল, প্রায়শই মনে পড়ে
ক্ষেতের আইলের চিকন শরীর
অবিরাম রোদের চুমুতে পোড়া হাড় জিরজিরে চাষার
এস এম সুলতানের দেয়ালদীর্ঘ ক্যানভাসের
পেশীবহুল চাষার ঐ আইল-ই রাজপথ...
সেখানে তাঁর বিখ্যাত রাজপথের
মাঝে মাঝেই নেই কোনো যাত্রী ছাউনি
তার শোভাবর্ধন'ও প্রশ্নাতীত
শহরের রাস্তাগুলো এত পরিপুষ্ট প্রশস্ত হয়েছে
আদতে ক্ষেতের আইল খেয়ে খেয়ে...
___________________________________________________
দ্রষ্টব্যঃ কপিরাইটের জন্য তুলটে প্রকাশিত প্রতিটি সাহিত্যকর্মই আংশিক আকারে প্রদর্শিত
[ Copyright © 2022 | Anwar Parvez Nur Shishir – All Rights Strictly Reserved ]