: এমন করে চেয়ে থাকো
  যেন কোনদিন দেখোনি!
: তুমি এত সুন্দর কেন
  বলে ফেলো রমনী!
: আমারও যে আছে সংসার
  কেন এভাবে উতলা করো,
: সাধ হয়েছে তা ভাঙবার
  ফিরে যাও, যদি পারো!
: ক'দিনেরই বা জানা শোনা
  কেবল মোহ বৈ তো নয়,
: মোহমুগ্ধ মন মোহিনী
  তোমার আমার পরিচয়!
: পাপতপ্ত যে এই সমীরণ
  কোথা এলাম, কী স্খলনে!
: সহবাস প্রেমহীন অনুক্ষণ
  কী লাভ তবে এ মরনে?
: যা বলেছো তা অকাট্য
  তবে শেষ হোক এ পাপ
  গরল পানের চেয়ে উত্তম
  জানি অপাংক্তেয় অভিশাপ...


  
"সুরক্ষিত পাপকাব্য"

উত্তরা, ঢাকা
বাংলাদেশ
১১/০৭/২০১৭