[ উৎসর্গ - মৌমিতা দেবনাথ : একটি মৃত্যু যেভাবে কোটি প্রাণে অগ্নিমশাল জ্বালে ]
২রা ভাদ্র ১৪৩১
১৭ অগাস্ট ২০২৪ শনিবার
খুব মনে পড়ছে গঙ্গার তীরে দাঁড়িয়ে
বুক ভরে তাজা নিঃশ্বাস নেয়া বিকেলগুলো
বার বার মনে হচ্ছে আমি কোথাও যাইনি
এত সুন্দর পৃথিবী ছেড়ে আমি কোথায় যাবো...!
ঘড়ির কাঁটায় ধীরে ভোর হয়ে আসছে
ভোরের আকাশে এখনও আলো হাসেনি
হয়তো একটু পরেই পাখি ডাকতে শুরু করবে
- কিন্তু নিঃশ্বাস নিতে এমন কষ্ট হচ্ছে কেন?
কত জরাগ্রস্থ মানুষের জীবনোন্মুখ চেহারা
একটু শান্তির স্পর্শ খুঁজে পেতে চেয়ে হয়রান
জানালা দিয়ে দেখা যায় যতদূর যতদূর
হাজার মানুষ যেন মরণ ঘুমে নিহত
একটু আলোর জন্যে চোখ দুটো তৃষ্ণার্ত খুব
এই হাত নারকীয়তায় আষ্টেপৃষ্টে বাঁধা পড়ে আছে
সমস্ত শক্তি দিয়ে তবুও উঠে দাড়াতে হবে
- কিন্তু আঙ্গুলগুলো নাড়াতে পারছিনা কেন?
কত হাসি আনন্দে ভরে ছিল সংসার
স্বপ্নের রঙগুলো যেন মেঘে মেখে ছিল
এখনও যে আরো কাজ বাকি থেকে গিয়েছে
স্বপ্নগুলো সত্য সুন্দর মঙ্গলময় হওয়ার কথা ছিল
জীবানুনাশক তরলের ঘ্রাণময় মেঝে
আর সাদা পোশাকের পাশবিক মুখগুলো
এত অচেনা অস্পৃশ্য লাগেনি কখনও কোনোদিন
- কিন্তু চোখে সব কিছু এমন লাল দেখাচ্ছে কেন?
সবাই শিক্ষিত মানুষ হয়ে উঠতে চেয়ে
অজান্তে পার ক'রে ফেলে বহু বছর
অবলীলায় সুস্থ দেহে সুস্থ মনের অবকাশে
জান্তব ইচ্ছেরা ভয়ানক পায়চারী করতে থাকে
কোথাও থেকে যেন খুব অট্টহাসি শোনা যাচ্ছে
বিদ্রুপ প্রতিহিংসা আক্রোশ মেশানো
একটা ফুল ছিড়লেই কি বসন্ত থমকে যায়...!
- কিন্তু সারা শরীরে এত কামড়ের দাগ কেন?
আনন্দধারা বয়ে যাওয়া ভিজে বরষায়
সত্যিই কত জীবনের অব্যক্ত ইতিহাস
তারা কি কখনও সুখের খোঁজ পেয়েছে!
সুখে থাকার চেষ্টা থামেনা বরং আরও বাড়ে
দিনরাত সারাক্ষণ কেবল ঘৃণিত যুদ্ধ প্রতিযুদ্ধ
জন্ম থেকে মৃত্যু অব্দি চিৎকার আর্তনিনাদ
গড়ার চেয়ে অনবরত ভেঙেচুরে সবই তছনছ
- গলা দিয়ে কোনো স্বর বের হচ্ছে না কেন?
আলোকিত হয়ে কেউ কেউ আলো ছড়াতে চায়
নিরন্তর চেষ্টায় কত অযুত জীবনের উত্তরণ
ছুঁয়ে ছুঁয়ে যায় তরুণ প্রাণের অবাধ্য স্বপ্নগুলো
মানুষের পাশেই মানুষের অনির্ণেয় বসবাস
অথচ বিপন্ন প্রতিবেশে মানবতার এত এত ক্ষয়
ক্রমেই মানুষের জন্যে মানুষের হাত গুটিয়ে আসছে
যান্ত্রিক জীবনে এত প্রযুক্তি আর হতাশার বালুচর
- কিন্তু ভোরের আলো বাড়লেও দৃষ্টি ধুসর হয়ে আসছে কেন?
ক্ষণস্থায়ী পৃথিবীর বুকে এত প্রেম মমতার জন্ম
জানা নেই তার কতখানি মূল্য, কি তার প্রতিদান
সনদপ্রাপ্ত পেশাজীবীর কর্তব্যই বা কতদূর
সম্ভবত সবাই মানুষ হয়ে উঠতে পারে না, যেন তা নিয়মবিরুদ্ধ
যারা মানুষ হতে চেয়েছে, তাদের কত রঙ বেরঙের বাঁধা
কিছু করুণ প্রাণ জীবনের শেষ দিনটিতেও
মানুষের জন্যে দেহে মনে উৎসর্গিত হতে চেয়েছে
- কিন্তু প্রাণে এত আক্ষেপ থেকে যাচ্ছে কেন?
যশোর | ঢাকা | বাংলাদেশ