সালাম, প্রিয় রাসুল আমার
দেখা দাও বারে বার
দাও বেঈমানে সুপথ আবার
আধাঁর হ’তে আলোতে আসার
মুমিনে ইয়াক্বিন-ই-আকবার
তুমি বন্ধু আল্লাহ তা’য়ালার
ইমাম তুমি মোদের সবার
পথ ভুলে কাঁদে গুনাহগার
পথ দেখাও হে দুলাল ‘কাবার
প্রতি পদে করি কত ভুল
দিতে থাকি হাজার মাশুল
আমার গুনাহ হোক নির্মূল
হয়ে রব্বের জিকিরে মশগুল
আরজ জানায় প্রাণ আমার
নবীজি তোমার সুন্নাত আকীদা
উন্নত রাখি যেন জীবনে সদা
ঈমানের পথে যেন কোনো বাঁধা
আমায় না করে বেদ্বীন আর…
সালাম, প্রিয় রাসুল আমার
দেখা দাও বারে বার
দাও বেঈমানে সুপথ আবার
আধাঁর হ’তে আলোতে আসার
মুমিনে ইয়াক্বিন-ই-আকবার
____________________________
পুনশ্চঃ
সুরঃ এই নাত-ই-রাসুল’খানি ‘পিলু-ভৈরবী’ রাগের নোটেশ্যনে গীত হবে…
অনুসৃতব্য সুর ও ছন্দঃ “খোদা এই গরিবের শোনো মোনাজাত” – জাতীয় কবি কাজী নজরুল ইসলাম