সমুদ্রের তীরে সূর্যের একই তাপিত আলো,
​ ​ ​ ​ স্পর্শ করছে সাঁনাই হৃদয়ের মিহিন বাদলগুলো
​ ​ ​ ​ চোখ ভাসিয়েছি বেলে সৈকতের বিছানায়
নোনাজল ছাঁয়ায় মগ্ন আমি একলা একান্ত…

পরীশরীরী চাঁদের কিরণে নিষ্কলঙ্ক হাসির ঝলকে
​ ​ ​ ​ মহাকাশেও একটু একটু প্রেমের বিজারণ
​ ​ ​ ​ সমগ্র সৃষ্টির অনিন্দ্য সুন্দর রঙের আরও প্যালেটে
একা একাই চলে প্রকৃতির সাথে রঙীন খেলা

প্রতিযোগিতা নেই, কেউ নেই আগে
নেই কোন বিজয়বাহী অন্তিম লাল ফিতে
​ ​ ​ ​ চিন্তা ছেড়ে দেয় পারদ শূন্যতার একাকিত্বে
​ ​ ​ ​ আমি চোখ মেলে রাখি প্রদীপ্ত আকাশে
একাই একাই সব উত্তাল বাষ্প ছড়িয়ে যায় ​ক্যানভাসে

সৃষ্টির রঙে আমি রাঙিয়ে চলি কাব্য
​ ​ ​ ​ ছড়িয়ে মহাকাশে পাঁচমিশালী জীবন বিচিত্র
সমৃদ্ধির আক্ষেপে নয় বরং সম্পূর্ণ প্রেমজয়ী
​ ​ ​ ​ একা একাই তুলির আঁচড়ে অঙ্কিত
ক্লেদহীন এক সীমাহীন মহাকাশের কল্পচিত্র…

অনামিক মৃত্যু রেখার মধ্যে, দিনের শেষে
​ ​ ​ ​ একা বসে একা মনে, দুঃখিত পাখি
স্মৃতির জল ভেসে আসে, সাথে কিছু পলিমাটি দুঃখ
​ ​ ​ ​ তার বিপদ আশঙ্কার বিস্ময়,
পৃথিবীর বুকে নতুন সূর্যের মতো মনে হয়…
                                    (সংক্ষেপিত)
__________________________
"চোখের জলের তবে এত ছিল রঙ…!
​ ​ ​ ​ ​ ​ ​ এত ছিল প্রেম… তার এত প্রকরণ?
ভেবেছি জীবন শুধু মিছে বাতুলতা
​ ​ ​ ​ ​ ​ ​ আসলে সে কভু না ফুরানো কবিতা…
​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ [ অসমাপ্ত জলরঙের গান / পারভেজ শিশির ]"

উত্তরা | ঢাকা | বাংলাদেশ