প্রহর শেষের আনন্দময়ী
তুমি ভালো থেকো,
সন্ধ্যা তারার আলোয়
তুমি আমার মুখ দেখো...
যা কিছু সুখ যাতনা
তোমাকে আমি দিলাম
ভেবো তার সম ভাগীদার
এ আমিও ছিলাম...
উজ্জ্বল এক মোহিনী ভোরের
স্বপ্ন দেখি রাতে
যাপিত জীবন যতই কাটুক
প্রেম আর সংঘাতে...
জীয়ন তোমার প্রদেয় পাওনা
আঁচল ভরে দিক
আমি ছিলাম এমনই
থাকবো পৃথিবীর চারিদিক
আমাকে ঘিরে থাকুক
তোমার আঁচল সারাক্ষণ
পথের ধারের ঘাস গালিচা
নিধু মায়াবন...
এমন একটা মহাকাল
থাক রাগে অনুরাগে
প্রিয়ার অবয়ব উদিত
হোক সূর্যের আগে...
এমন করেই বেঁচে থাক
অভিমানের সুখ
জীয়নের দিনরাত্রি না হয়
দ্বন্দ্ব দ্বিধায় কাটুক,
ঠিক আছে অথবা ঠিক নেই,
অসুখ এমনি এ
চলে যাবো বা যাবো না,
জানিয়ে বা না জানিয়ে...
"আনন্দময়ীর ধারাপাত"
যশোর
বাংলাদেশ