এভাবেই চলতে থাকে যাওয়া
​ ​ ​ ​ ​ ​ ​ আর আসার রোদ-মেঘ-বৃষ্টি
এ এক অবোধ জীবন চক্র…

আমি তো কিছু লিখিনি কোথাও
​ ​ ​ ​ ​ ​ ​ কোনো আক্ষেপের দিনলিপি
জীবন যেমন এ পৃথিবী গ্রহের
পাহাড়ের মতন অমসৃণ ​
​ ​ ​ ​ ​ ​ ​ ক্লেশ কিঞ্চিত অচিন মনের আরও
​ ​ ​ ​ ​ ​ ​ এক অনাবিষ্কৃত মহাদেশে ভাইরাসের মত
শীত নিদ্রায় রয়ে থাকতে পারে সুপ্ত…

কেমন ক’রে তোমাকে বলি
​ ​ ​ ​ ​ ​ ​ আমি খুবই শূন্যপাত্র একজন লোক
কোনো সুদৃড় শেকড় নেই
তার লবন-জলের নেই তৃষ্ণাও …

যখনই একটু পলকা ‘বায়ূ-পরশন’ লাগে
এর “ম্যায় কিনু কিনু দাসসা…!” দশা হয়…
​ ​ ​ ​ ​ ​ ​ সে তখন আমাকে ছেড়ে যায়,
​ ​ ​ ​ ​ ​ ​ মানে সেই স্বেচ্ছাত্যাচারি দৈত্য
যে আমাকে ক’ষে ক’ষে ধরে মাঝে মাঝে,
আবার ক্ষণিকের তরে ছেড়েও দেয়…!

কিছু মানুষের, এ জগতে
শুধু প্রলাপ ও বিলাপেই
​ ​ ​ ​ ​ ​ ​ সুখ ও দুঃখ জারিত হয়
​ ​ ​ ​ ​ ​ ​ আর যা প্রচারিত হয় সে
আসলে অন্য মানুষ,
​ ​ ​ ​ ​ ​ ​ সে সময়ে সময়ে নিজকে অবধি
​ ​ ​ ​ ​ ​ ​ চিনতে পারে না, নির্নিমেষ
এমনই তার ‘ডুয়্যেল আইডেনটিটি’…!

কখনও কোথাও এক এক করে
​ ​ ​ ​ ​ ​ ​ দরবারী যোগিয়া সুরে খেয়াল
​ ​ ​ ​ ​ ​ ​ গেয়ে ওঠে কেউ কেউ, যাদের
শুধু দূর থেকেই কারণে অকারণে
​ ​ ​ ​ ​ ​ ​ ভালোবাসতে ইচ্ছে করে,
খুব এক উষ্ণ চোখের জলে ভেসে…
__________________________________
“আমি সিদ্ধার্থের মত
গৃহত্যাগী জোছনার জন্য বসে আছি।
যে জোছনা দেখা মাত্র গৃহের সমস্ত
দরজা খুলে যাবে।
ঘরের ভেতর
ঢুকে পড়বে বিস্তৃত প্রান্তর…”
​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ [ গৃহত্যাগী জোছনা / হুমায়ূন আহমেদ ]
__________________________________________
দ্রষ্টব্যঃ কপিরাইটের জন্য এখানে প্রকাশিত প্রতিটি সাহিত্যকর্মই আংশিক আকারে প্রদর্শিত
N.B.: Some stanzas here have been masked to avoid copyright infringement
[Copyright © 2022-2023 | Anwar Parvez Nur Shishir – All Rights Strictly Reserved]