এভাবেই চলতে থাকে যাওয়া
আর আসার রোদ-মেঘ-বৃষ্টি
এ এক অবোধ জীবন চক্র…
আমি তো কিছু লিখিনি কোথাও
কোনো আক্ষেপের দিনলিপি
জীবন যেমন এ পৃথিবী গ্রহের
পাহাড়ের মতন অমসৃণ
ক্লেশ কিঞ্চিত অচিন মনের আরও
এক অনাবিষ্কৃত মহাদেশে ভাইরাসের মত
শীত নিদ্রায় রয়ে থাকতে পারে সুপ্ত…
কেমন ক’রে তোমাকে বলি
আমি খুবই শূন্যপাত্র একজন লোক
কোনো সুদৃড় শেকড় নেই
তার লবন-জলের নেই তৃষ্ণাও …
যখনই একটু পলকা ‘বায়ূ-পরশন’ লাগে
এর “ম্যায় কিনু কিনু দাসসা…!” দশা হয়…
সে তখন আমাকে ছেড়ে যায়,
মানে সেই স্বেচ্ছাত্যাচারি দৈত্য
যে আমাকে ক’ষে ক’ষে ধরে মাঝে মাঝে,
আবার ক্ষণিকের তরে ছেড়েও দেয়…!
কিছু মানুষের, এ জগতে
শুধু প্রলাপ ও বিলাপেই
সুখ ও দুঃখ জারিত হয়
আর যা প্রচারিত হয় সে
আসলে অন্য মানুষ,
সে সময়ে সময়ে নিজকে অবধি
চিনতে পারে না, নির্নিমেষ
এমনই তার ‘ডুয়্যেল আইডেনটিটি’…!
কখনও কোথাও এক এক করে
দরবারী যোগিয়া সুরে খেয়াল
গেয়ে ওঠে কেউ কেউ, যাদের
শুধু দূর থেকেই কারণে অকারণে
ভালোবাসতে ইচ্ছে করে,
খুব এক উষ্ণ চোখের জলে ভেসে…
__________________________________
“আমি সিদ্ধার্থের মত
গৃহত্যাগী জোছনার জন্য বসে আছি।
যে জোছনা দেখা মাত্র গৃহের সমস্ত
দরজা খুলে যাবে।
ঘরের ভেতর
ঢুকে পড়বে বিস্তৃত প্রান্তর…”
[ গৃহত্যাগী জোছনা / হুমায়ূন আহমেদ ]
__________________________________________
দ্রষ্টব্যঃ কপিরাইটের জন্য এখানে প্রকাশিত প্রতিটি সাহিত্যকর্মই আংশিক আকারে প্রদর্শিত
N.B.: Some stanzas here have been masked to avoid copyright infringement
[Copyright © 2022-2023 | Anwar Parvez Nur Shishir – All Rights Strictly Reserved]