একদিন ঠিক যাবো ছাড়িয়ে সীমানা
প্রাণে যেন কোন্ সুদূরের মেঘ এসে
ডাকে তার সাথে সাথে যেতে ভেসে
যেতে মানা নেই, জানা নেই ঠিকানা
ঘাসের ডগায় দেখেছি শিশির কণিকা
রূপালি আলোয় ঝিলিমিলি রঙ বরণী
দু’চোখের তারায় চিরচেনা প্রিয় ধরণী
স্মৃতির আখরে লিখিত জীবন ক্ষণিকা
ভুলে যাব কত মায়াবী প্রিয় হাসিমুখ
এমনি করে যাবে দিন যত অবেলায়
সুখের দিবস এমনি সন্ধ্যে হয়ে যায়
মলিন এখনি যাবতীয় স্মৃতি কিংশুক
এই যেন এই সেদিনের মধু শৈশব
শিহরন আনে কত অজস্র আনন্দ
কোথায় হারালো নিষ্পাপ সব ছন্দ
দেয়ার চেয়ে নেয় বেশি কাল-বৈভব
জেগে আবারও নিভৃতের অবকাশে
কে জানে কী দেখব চোখের আগে !
কথার তীরে কেউ নুতন কোনো রাগে
শুকানো ক্ষতে বিধবে কী উল্লাসে !
আর যে কোথাও হারিয়ে যাবার মানা নেই
নিষিদ্ধ নয় আর কোনো পানশালা
সমাপ্ত হোক একে একে বিবিধ যাত্রাপালা
সহজ কথা বলা হোক তবে সহজেই
কারো যদি না জানা থাকে তবে জেনে নিন
ফুলের আঘাত পাথরের চেয়ে কঠিন
ভালোবেসে বেসে জানো হয়েছে কত ঋণ?
শুধু স্বপ্নে স্বপ্নে যাবে না কিন্তু চিরদিন...
অভিযাত্রিক-২০২৪