সেইখানে, তাজ শ্বেত প্রস্তর মর্মরে /
স্পর্শ আজো কী তোমারে আমারে /
একইভাবে একই প্রেমবতী নির্ঝরে /
বয়ে নিয়ে যায় মহাকাল কালান্তরে !
আসেনি সেথা আবার /
ফিরিয়া প্রিয়া আমার /
বিরহে রহে আঁধার /
কঠিন দুঃখ পারাবার ~~~
সেইখানে খুঁজে মরে এ হিয়া অনির্বার,
হে প্রিয় তোমারে...!
(সংক্ষেপিত)
যশোর বাংলাদেশ
২৫/০৫/২০১৭ বৃহস্পতিবার