তোমাকে পেয়ে গেলাম
আচমকা অপরিচিত বৃষ্টিজলে,
জলমোহিনী শীতল হাওয়া
যখন জাপটে ধরে পাঁজর...

নাগিনী মেঘমালা হেনেছে
বিষময়ী ছোবল কোথাও,
থেকে থেকে চোখে লাগে
রূপময়ী বিজলী চমক...

তোমাকে পেয়ে গেলাম
বৃষ্টিজল জমা মাঠে,
বৃষ্টিজলে দূর্বাঘাসের চুমু
সূর্যালোকের স্মৃতি করে চুরি...
                                  


(সংক্ষেপিত)

উত্তরা, ঢাকা
বাংলাদেশ
২৩/০৪/২০১৭ রবিবার