চৈত্রের ভাই জ্যৈষ্ঠ মধুমাস
তোমার তাপিত নিঃশ্বাসে
আকাশ জ্ব'লতে জ্ব'লতে হয়রান
ফল ফসলের ধুমে জাগে প্রাণ
অগ্নিশিখা প্রতিদিন ফিরে আসে
দ্বিপ্রহরে দেহে বান হানে
ক্ষণে ক্ষণে মনে বরষার অপেক্ষা
কাল্পনিক বৃষ্টিজলে চাতক নয়ন
বৈকালি বাতাসে বৃক্ষপত্র নড়ে না
সন্ধ্যেও যেন বৃদ্ধের মত হাটে
চেহারায় তাঁর শত বছরের ছাঁপে
চিত্রিত হয় আগুন যুগের ইতিহাস...
এমন একটা স্থান কোনো প্রান্তর
যেখানে আমার প্রায়ঃশই যাতায়াত
নিরালা শান্ত এক দৃষ্টির চরাচর
যেন ক্লান্তিহীন সুন্দর অনুপম অবকাশ
শান্ত গাছ সবুজ পাতার মখমল
নীল বাতাস আর আকাশ বিশাল
সেখানে আমার কবিতার খেরোখাতা
দূর্বাঘাসের গালিচায় ফেলেছে পা
দুঃখ বিষণ্ণতা বা সুখ আনন্দ যখন
আমার হৃদয়কে বিরক্ত করে ভীষণ
যে প্রশান্তি খুঁজেছিলাম পেয়ে যাই
এই উন্মুক্ত আকাশের অববাহিকায়...
জ্যৈষ্ঠের শুরুতেই একটি দিন
অথবা একটি সম্পূর্ণ চান্দ্রমাস
বিষণ্ণতা অসন্তোষের সঙ্গে 'আঁড়ি'
কোনো অজুহাতে সে সব পড়ে এসে
এই জ্যৈষ্ঠের দিনে, জ্যৈষ্ঠের রাতে
স্তব্ধ শিথিল প্রাণহীন চারিদিক
যেন আদিগন্ত জ্ব'লে জ্ব'লে শেষ
আমার কিছু পাপ অপরাধ'ও এমন উত্তপ্ত
ম্লানমুখী আকাশ যেন
চকচকে ধারালো রোদের মধ্য দিয়ে
আমায় দেখে মৃত নীল চোখের মতো...
যথেষ্ট স্বাভাবিকতায় আমার হলুদ দৃষ্টি
বিভিন্ন মেজাজের সমস্ত ছায়ায়
অথবা অবান্তর দুঃখে
রোদের চুম্বন অস্বীকার করে না
মাঝে মাঝে রোদ ফাঁকি দিয়ে
কৃষ্ণবর্ণ হয়ে আসে ধুসরিত মেঘ
ঘামতে থাকা ক্রোধ
মাঝে মাঝে ভীষণ অবশ মন
শান্ত প্রশান্ত হতে থাকে
বিরক্ত চোখের সম্মুখে যখন
পাখপাখালির স্নানের আসর বসে
জলে থেকে থেকে অবাক ডানা নাড়ে
ঝ'রে পড়ে কিছু জ্বলজ্বলে জলমুক্তো
বিরক্ত চোখ আর মন শীতল ক'রে ক'রে...
______________________
সাম্প্রতিকতম -⌠পৃথিবীর গান⌡
_____________________________________________
দ্রষ্টব্যঃ কপিরাইটের জন্য এখানে প্রকাশিত প্রতিটি সাহিত্যকর্মই আংশিক আকারে প্রদর্শিত
N.B.: Some stanzas here have been masked to avoid copyright infringement
[ Copyright © 2023 | Anwar Parvez Nur Shishir – All Rights Strictly Reserved ]