তোমার প্রেমের দীপ আলোক
প্রাণে আমার দিয়ে যায় ঝলক
তুমি এই আসো, এই হারিয়ে যাও
তুমি এই আসো, এই হারিয়ে যাও
এই কী তবে তোমার দান...
পাষাণ, পাষাণ, পাষাণ,
পাষাণ, পাষাণ, পাষাণ, পাষাণ...
তোমায় পেয়ে ধন্য আমি
তোমায় হারিয়ে শূন্য আমি
তুমি এই থাকো, এই হারিয়ে যাও
তুমি এই থাকো, এই হারিয়ে যাও
এই কী তবে তোমার দান...
পাষাণ, পাষাণ, পাষাণ,
পাষাণ, পাষাণ, পাষাণ, পাষাণ...
তুমি অধরা হৃদয় রানী
অশ্রুত স্বর্গীয় সুর-বানী
তুমি এই হাসো, এই হারিয়ে যাও
তুমি এই হাসো, এই হারিয়ে যাও
এই কী তবে তোমার দান...
পাষাণ, পাষাণ, পাষাণ,
পাষাণ, পাষাণ, পাষাণ, পাষাণ...