রোজ রাতেই তোমার আনমোল হাত ছুঁয়ে
শুতে যাই, তোমাকে আমার পাশে মনে করে,
নিদেনপক্ষে তোমার উষ্ণতাটুকু... ফুলেল ওম্...

কিন্তু নির্বাক ভোরে সে উষ্ণতার লেশমাত্রও থাকে না...
আমার কাঁটাতার প্যাচানো বিছানার অসহায়,
সগত দীর্ঘ নিঃশ্বাসই শুধু শুনতে পাই...

তোমার চলে যাওয়ার পর থেকেই
আমার অহর্নিশি জলতেষ্টা পায়,
অশ্রুও শুকিয়ে গিয়েছে বুকের মরুভূমির উত্তাপে...

অনস্বীকার্যভাবে তোমাকে এখন প্রয়োজন,
আমিই তোমাকে নির্বাচিত করেছিলাম একটি মাত্র ভোটে,
শুধু শুধুই যুগাধিক সময়ের বর্নিল ঘটনঅঘটন, মুহূর্তের আবেশসহ
স্মৃতির সরু গলি ক্রমান্বয়ে প্রশস্ত থেকে প্রশস্ততর হচ্ছে...

প্রাণান্ত প্রার্থণা এখন একটাই প্রিয়,
তোমার আমার আপাতঃ অসম্ভব মিলন,
কোনোভাবেই আর দুজনকে হারানো চলবে না...

একদিন খুব অসতর্কভাবে যেকোনো কিছুর বিনিময়ে,
তোমাকে চেয়ে সহস্রাব্দির পাপ করেছিলাম...
সচেতনচিত্তেই বলছি, এ পাপ আমার বার বার হোক...

তোমাকে এখন প্রয়োজনাতীতভাবে প্রয়োজন,
বিবশভাবে উদ্বিগ্ন হই থেকে থেকে, প্রিয়ার নেশাদায়ক চোখ কী
আর কোথাও কোনোদিন খুঁজে পাওয়া যাবে?
কামিনীর সন্ধ্যারাগটুকু ছাড়া সে আর কিছুই রেখে যায়নি...

সবাইকে বলে রেখেছি, তোমাকে তথাপিও ভয়ানকভাবে প্রয়োজন
কেননা সমুদ্রের অসূর্যস্পশ্যা তলদেশের মত নিখোঁজ
এ আমার, ঘোর অন্ধকারে খুব একা লাগে...

একটাই এখন উপরোধ, তুমি ঠিক যেখানে রয়েছো, যেমনভাবে
তেমন করেই অপেক্ষা করতে থাকো, একদিন মিলনোৎসব হবে,
একতীলও নড়ো না যেন, নাহলে আবার সূর্যগ্রহণ হতে পারে...!

বরষার জলমুক্তো বৃষ্টিতে, নগ্ন পায়ে হঠাৎ একদিন,
কোনো এক নাক্ষত্রিক ছবির মত সুন্দর দেশে,
তোমার মায়াময় গাল ছুঁতে পাবো... এই দেখ আমি...
তোমাকে ডাকবো, তোমাকে আলিঙ্গন করবো...
তোমাকে ভালোবাসবো, আর কিছুতেই বিশ্রাম নেবো না...

এ বিশুদ্ধ দৃশ্য অবলোকনে, যেখানেই হোক, হে পরম দয়াময় বিধাতা,
শত সহস্র মহাকাল যেন তোমার না লেগে যায়...
এ বিরহ যেমন তোমার সৃজন, এ মিলনের দায়'ও তোমার।

তুমি পরম প্রেমময়, কেউ না জানুক, তুমি তো জানো
প্রিয়তমের বিরহের কী জ্বালা, কেমন পোড়ায়...?


π_π_π_π_π_π_π_π_π_π_π_π_π_π_π_π_π_π___________