আমি শুধু ভাবি বসে অকপট নির্জনে,
কিভাবে কোথা থেকে এলাম এখানে,
কোথা ছিলাম এ দুনিয়ায় আসার আগে,
কেমন সে স্থান কাল কোন সে সুদূরে...

কোথায় ছিলাম কোন জগতে আজকের এই আমি?
আই ওয়্যন্ট দ্যাট অ্যানসার, প্লিজ এক্সকিউজ মি...

জীবন আমার কাজ-কর্মে কাটে ক্লান্তিহীন
চলে যেতে হবে তবু কোনো একটি দিন,
কোনদিন আসবে শমন জানতে ইচ্ছে করে
মরার আগে বার বার মরতে ইচ্ছে করে...

কত কত বার মরলে তবে মুক্তি পাবো আমি?
আই ওয়্যন্ট দ্যাট অ্যানসার, প্লিজ এক্সকিউজ মি...

মৃত্যুর পর কেমন হবে নিজস্ব অনুভূতি
কোথায় রবে পাপপুণ্য কোথায় রবে স্মৃতি
যাত্রা হবে কোন সুদূরে কোথায় অবস্থান
দেহ আমার থাকবে পড়ে মুক্ত হবে প্রাণ...

নতুন স্থানে কিভাবে কখন রওয়ানা হবো আমি?
আই ওয়্যন্ট দ্যাট অ্যানসার, প্লিজ এক্সকিউজ মি...


____________
উত্তরা ঢাকা বাংলাদেশ
১১/০৮/২০১৭ শনিবার