পৃথিবীর পেলব হরিৎ মহাপ্রান্তর
যখন শুষ্ক মরুভূমি হয়ে আসে
প্রগতির উলটো চিমনি ছাড়ে বিষাক্ত ধোঁয়া
সমস্ত আকাশ জুড়ে বর্ণিল পলিমার ঘুড়ি
প্রতিনিয়ত বধোদ্যত নির্বিকার মুদ্রাস্ফীতি...
কৃত্রিম পাথরে পাথরে জমাট শহুরে জঙ্গল
সহনসীমা উত্রে যায় মানসিক তাপমাত্রা
সহস্রাব্দীর আততায়ী ছোড়ে নিঃশব্দ বুলেট
নির্জন টেকটোনিক প্লেটের ফাটলে
আটকে থাকে বহুজাতিক প্রেম...
এমনই এক গ্রহ এই পৃথিবী
পশ্চিমে রেসেশ্যন হলে পূর্বেও ধাক্কা লাগে
ইথারে ইথারে বাণিজ্য প্রলয়
কাঁটাতারের সীমান্তকে উপহাস করে...
কৃত্রিম বুদ্ধিমত্তার কবলে জ্ঞানের বালুচর
কাইটিনের খোলসে একটু একটু করে ঢুকে যায়
উদ্জান ও অম্লজানে ক্ষণিকের বিদ্যুৎ স্ফুলিঙ্গ
পৃথিবীর ল্যাবরেটরিতে আনে সহসা প্লাবন...
যাকে আমরা নিষ্প্রাণ বলে প্রতিপন্ন করি
সেই প্রকৃতপক্ষে জীবন-সুধার উপাদান
আজকে যা প্রমাণাদি সহযোগে প্রতিষ্ঠিত
অর্বুদকাল পরে তা-ই মহাভ্রম বলে সাব্যস্ত হয়ে যায়...
যত সমৃদ্ধই হোক না কেন পৃথিবী
নীহারিকায় এ প্রকান্ড ঝুলন্ত ধুলিকণা ব্যতীত কিছু নয়
হাতের কাছে মেঘনা থাকতেও যেখানে জল তেষ্টায় মরতে হয়...
"প্রান্তিক পঁচিশা"
উত্তরা / ঢাকা / বাংলাদেশ
৫/৯/২০২২/সোমবার