কেন শুধু কারো কারো জীবন থেমে যায় /
বেঁচে থাকার আশাটুকু নিমেষে হারায় /
কেটে যায় বছর মাস, রাত ফুরোয় না /
ওষ্ঠ থাকে, ওষ্ঠে কোনো বাণী যোগায় না...
কী লাভ স্বদেশে, যখন সবাই পরাধীন /
বিরাজ করে দেহ শুধু, আত্মা অন্তরীণ /
কিভাবে এর মুক্তি হবে ভাবে সর্ব্বজন /
মৃত্যুতে কী মুক্তি মেলে, ওহে নিরঞ্জণ...!
এভাবেই যদি হতে থাকে সব শুরুর শেষ /
আশার বদলে শুধুই যদি থাকে হাপিত্যেশ /
যা ইচ্ছে তাই হোক, জীবন পড়ে থাক /
গণতন্ত্র নিপাত যাক, স্বৈরতন্ত্র মুক্তি পাক...
জেনেই যাবো, সে যতকাল লেগে যাক /
কল্পনা আর অনুর্বর বাস্তবতার ফারাক /
অনুপলব্ধ চতুর্মাত্রিক যাপিত দিবস রাত /
অজানিত সম্পূরক যন্ত্রণায় বক্ষে করাঘাত...
_________________
উত্তরা ঢাকা বাংলাদেশ
০৯/০৮/২০১৭ বুধবার