কোথায় বাঁজে নীল এস্রাজে
এমন মিহিন সুর
নীলিমার চরে বড় অনাদরে...... দূর সে বহুদূর
মনে পড়ে সে কবে কোন মকর সংক্রান্তিতে
আমি হিমালয় থেকে একগুচ্ছ রূপালি বরফ
আরব সাগরের তলদেশ হতে একফালি চাঁদ
অ্যামাজনের বুক থেকে আতরগন্ধী ফলসা
তোমার হাতের তালুতে রেখে বলেছিলাম
এসো আমরা নূতন ক'রে মেঘের পালকিতে
একখানি ময়ূরপঙ্খী নাও ভাসিয়ে দিয়ে
আকাশগঙ্গায় গিয়ে সংসার বাঁধি
আমাদের প্রেমের রক্তবীজে অন্তরিক্ষ সাজুক
শান্তি প্রশ্বস্তির আকাঙ্খায় আমাদের বয়স
তবুও বৈশ্বিক উষ্ণতায় ধোঁয়া হয়ে যাচ্ছে
আমাদের প্রীতি বাসর চলে যাচ্ছে বেদুইনের দখলে
যৌথ সমাজে এখন কিছুতেই নেই উত্তাপ
এখানে এক্ষনে আর আমরা ব'লে
কোনো সর্বনামের ব্যবহার নেই
'তোমরা' শুধুই নির্বাসিত শাহবাগের যাদুঘরে...
কিছু বিশেষ্য এখন আর অভিধানে নেই
বিশ্বাসের আতুড়ঘরে প্রজন্মের নিস্তব্ধতা
আকাশে চক্রাকারে কোন চিল শকুন উড়ছে না
পোষকের অপেক্ষায় শবদেহগুলো
অচিরেই থেকে কংকাল হয়ে যাচ্ছে
আমি আছি তুমি আছো কিন্তু 'আমরা' নেই
শিল্পজোটের চিমনিতে গলগলে কালো ধোঁয়া আছে
তেজাবের জলে স্বর্ণাঙ্গুরীয় গলনাঙ্কের শেষ সীমানায়
আমি আর কোথায় বা যেতে পারি?
তুমি আমি যদি কখনো 'আমরা' হতে না পারি
আমি আর তবে কোনোদিন ফিরে আসবো না
আমার অচ্ছুৎ প্রেম প্রজ্ঞায় তুমি ক্লান্ত
খুব ক্লান্ত হয়ে যখন তুমি মৃন্ময়ী হয়ে যাও
আমার চোখে যেন মেঘচূঁড়া ফুল ফোঁটে
আমি মেঘাগম আকাশ হয়ে যাই
আমি এত এত কথার মালা গাঁথা ছেড়ে
হয়ে যাই নিঃশব্দী যুগের আদিম ফসিল
কেউ দেখে না অতর্কিতে নিরীহ অর্কিড
সপ্তবর্ণা সর্পিনী হয়ে আমাকে পাহারা দেয়...
যত যত বার আমার তোমার
চোখে ঘনাবে অন্ধকার
অনস্বীকার্য হবে দ্বিপদী উৎসবে বিলীন ডুবসাঁতার
_________________________________
সাম্প্রতিকতম - ⌠শিশিরের সমীকরণ⌡
____________________________________________
দ্রষ্টব্যঃ কপিরাইটের জন্য এখানে প্রকাশিত প্রতিটি সাহিত্যকর্মই আংশিক আকারে প্রদর্শিত
N.B.: Some stanzas here have been masked to avoid copyright infringement
[Copyright © 2022-2023 | Anwar Parvez Nur Shishir – All Rights Strictly Reserved]