কোথায় বাঁজে নীল এস্‌রাজে
​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​এমন মিহিন সুর ​ ​ ​
নীলিমার চরে বড় অনাদরে...... দূর সে বহুদূর

মনে পড়ে সে কবে কোন মকর সংক্রান্তিতে
​ ​ ​ ​ ​ আমি হিমালয় থেকে একগুচ্ছ রূপালি বরফ
আরব সাগরের তলদেশ হতে একফালি চাঁদ
অ্যামাজনের বুক থেকে আতরগন্ধী ফলসা
​ ​ ​ ​ ​ তোমার হাতের তালুতে রেখে বলেছিলাম
এসো আমরা নূতন ক'রে মেঘের পালকিতে
​ ​ ​ ​ ​ একখানি ময়ূরপঙ্খী নাও ভাসিয়ে দিয়ে
​ ​ ​ ​ ​ আকাশগঙ্গায় গিয়ে সংসার বাঁধি
আমাদের প্রেমের রক্তবীজে অন্তরিক্ষ সাজুক

শান্তি প্রশ্বস্তির আকাঙ্খায় আমাদের বয়স
​ ​ ​ ​ ​ তবুও বৈশ্বিক উষ্ণতায় ধোঁয়া হয়ে যাচ্ছে
আমাদের প্রীতি বাসর চলে যাচ্ছে বেদুইনের দখলে
​ ​ ​ ​ ​ যৌথ সমাজে এখন কিছুতেই নেই উত্তাপ
এখানে এক্ষনে আর আমরা ব'লে
​ ​ ​ ​ ​ কোনো সর্বনামের ব্যবহার নেই
'তোমরা' শুধুই নির্বাসিত শাহবাগের যাদুঘরে...

কিছু বিশেষ্য এখন আর অভিধানে নেই
​ ​ ​ ​ ​ বিশ্বাসের আতুড়ঘরে প্রজন্মের নিস্তব্ধতা
আকাশে চক্রাকারে কোন চিল শকুন উড়ছে না
​ ​ ​ ​ ​ পোষকের অপেক্ষায় শবদেহগুলো
অচিরেই থেকে কংকাল হয়ে যাচ্ছে
​ ​ ​ ​ ​ আমি আছি তুমি আছো কিন্তু 'আমরা' নেই
শিল্পজোটের চিমনিতে গলগলে কালো ধোঁয়া আছে ​
​ ​ ​ ​ ​ তেজাবের জলে স্বর্ণাঙ্গুরীয় গলনাঙ্কের শেষ সীমানায়
আমি আর কোথায় বা যেতে পারি?

তুমি আমি যদি কখনো 'আমরা' হতে না পারি
​ ​ ​ ​ ​ আমি আর তবে কোনোদিন ফিরে আসবো না
আমার অচ্ছুৎ প্রেম প্রজ্ঞায় তুমি ক্লান্ত
​ ​ ​ ​ ​ খুব ক্লান্ত হয়ে যখন তুমি মৃন্ময়ী হয়ে যাও
আমার চোখে যেন মেঘচূঁড়া ফুল ফোঁটে ​
​ ​ ​ ​ ​ আমি মেঘাগম ​ আকাশ হয়ে যাই
আমি এত এত কথার মালা গাঁথা ছেড়ে
​ ​ ​ ​ ​ হয়ে যাই নিঃশব্দী যুগের আদিম ফসিল
কেউ দেখে না অতর্কিতে নিরীহ অর্কিড
সপ্তবর্ণা সর্পিনী হয়ে আমাকে পাহারা ​ দেয়...

যত যত বার আমার তোমার
​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ চোখে ঘনাবে অন্ধকার
অনস্বীকার্য হবে দ্বিপদী উৎসবে বিলীন ডুবসাঁতার
_________________________________
সাম্প্রতিকতম - ⌠শিশিরের সমীকরণ⌡
____________________________________________
দ্রষ্টব্যঃ কপিরাইটের জন্য এখানে প্রকাশিত প্রতিটি সাহিত্যকর্মই আংশিক আকারে প্রদর্শিত
N.B.: Some stanzas here have been masked to avoid copyright infringement
[Copyright © 2022-2023 | Anwar Parvez Nur Shishir – All Rights Strictly Reserved]