মতিভ্রম, বুঝিনি প্রাণ কিছুতে দেহের দোসর নয়
মতিভ্রম, এ জগতে কেবল প্রেম অনুপম অক্ষয়
অভিনয়, হেরে গিয়ে’ও ভাবে তার হয়েছে জয়
অভিনয়, বেঘর হয়ে’ও শূন্যে খোঁজে সে আশ্রয়
প্রতিচ্ছবি, চেয়ে’ও যা অদেখা থাকে চিরকাল
প্রতিচ্ছবি, অকৃত্রিম ও সাবলীল স্বচ্ছ মায়াজাল
অপেক্ষা, মনের গহীনে উঁকি দেয় মনচোর
অপেক্ষা, কারো জন্যে প্রহর গুনে রাত্রি ভোর
ছিনিমিনি, বন্ধু এমন হাজার খুঁজলে পাবে না
ছিনিমিনি, হারালে একবার দ্বিতীয় জন্ম হবে না
পিঞ্জিরা, প্রাণ কপোত স্বপ্নে আসে চক্ষু ফাঁকি দিয়া
পিঞ্জিরা, জীবন নাশে অনুক্ষণে অজাতশত্রু হিয়া
স্বপ্নভঙ্গ, পথের মাঝে ঘরের আশা করে বোবা প্রাণ
স্বপ্নভঙ্গ, আপন অচেনা হয়ে ক’রে থাকে মুখ ম্লান
শান্তি, হিংস্র কিছু মানুষের কাছে অপাঙতেয় বোধ
শান্তি, যুদ্ধ হত্যা ধ্বংস এড়াতে সুনিবিড় প্রতিরোধ
উচাটন, মুক্তি খুঁজে চলে এপথে ওপথে ও কুপথে
উচাটন, কখনও সে আসীন জীবন বিজয় রথে
পরদেশী, হারিয়েছি বলে’ই বুঝি তোমার মূল্য কত
পরদেশী, তোমায় মিলতেই হবে উপশম সব ক্ষত
অবসর, ব্যস্ত জীবনে আকাঙ্খিত এতটুকু অভিলাষ
অবসর, সুদূর স্মৃতির পাতায় পাতায় নিরব দীর্ঘশ্বাস
অশ্রুকাজল, পরাণ পুড়ায় জীবনময়ীর বিচ্ছেদ অনল
অশ্রুকাজল, প্রিয়তমের জন্যে গড়ি বিমূর্ত তাজমহল
____________________________
উত্তরা | ঢাকা | বাংলাদেশ