যদি কারো জানা না থাকে তবে জেনে নিন
চিরকাল কিছুতেই একইভাবে যায় না দিন...
"কারো সাথে তর্কে যেওনা বাধবে গন্ডগোল
তোমার পাশটি বাঁচিয়ে চলো তাতেই মঙ্গল"
পাশ বাঁচিয়ে পুতুল সেজে কী আর হল লাভ
কী আর হবে অন্ধচোখে দেখে অলীক খাঁব!
আজকে আমি কালকে তুমি এভাবেই হতাহত
হতেই থাকবো যদিনা তুলি আওয়াজ যথাযথ,
আজকের কাজ আজকেই যদি করি সমাপন
আগামীকাল সহজ সুন্দরতম হতে কতক্ষণ!
এখন মধ্য-বয়স যার, সে শুধু দিক প্রেরণা
তারুণ্য আজ ভাঙ্গুক পুরোনো সব ধারণা,
পথ যেন আজ নিরাপদে নিয়ে যায় গন্তব্যে
পড়ে থাক শুধু অবিশ্বাসী, অসার ভবিতব্যে...
যদি কারো জানা না থাকে তবে জেনে নিন
চিরকাল কিছুতেই একইভাবে যায় না দিন...
=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=
উত্তরা/ঢাকা/বাংলাদেশ
০৭/০৮/২০১৮/মঙ্গল