খুব মাঝে মাঝে এমন এমন সব
উদ্বাস্তু মেঘের ট্রেন
চোখের সমুখে উদ্ভাসিত হয়
যেন তুলট শয্যা আপন মহিমায়
অথচ কি শূন্য কি পলকা কি মিহিন
সূর্যের শেষ আলোয় যখন
হাত দুটো’কে বড্ড অসহায় মনে হয়
আমি কোথায় ফিরে যাবো !
যেমন ফিরে যায় সন্ধ্যে পাখি
বুকের ঠিক এইখানে এই নিঃসঙ্গ কোণে
একটা সুতীব্র ব্যথার শিস
থেকে থেকে বেজে বেজে ওঠে…
ব্যস্ত শহরের নির্লিপ্ত কৃষ্ণচূঁড়া
কমলাটে লাল রঙিন চোখে
আমার চোখ চেয়ে বলে
‘ভালো আছো? কি হয়েছে?’
আমি বলি, ‘ আমি ভালো নেই’
যুগান্তর হলো, সেই কবে থেকে
চোখে শিশির নিয়ে বসে আছি
সে আসে না, সে আজও আসেনি
শরৎ হেমন্ত শীত পেরিয়ে
শতবার সহস্র বর্ণে
বসন্ত আসে, তবুও সে আসে না…
তাঁর কপালের টিপ লেগে থাকে
আকাশের গায় উজ্জ্বল জোছনা
অথচ সে আর আসেনি, সে আসে না
রুপালি আঁচল গায়ে শুয়ে থাকা
নদীটিও কি দেখেনি সে কোন পথে গিয়েছে
পায়ে ধরে বলি চন্দ্র তারা’রে
সে কোথায় কোন অসীম অন্ধকারে
তোমাদের ভূবনপ্লাবি জোছনায়
সে কি আমার অভাবে কাঁদে না !
সে কি আমার মত চোখের জলে ভাসে না !
আমার ব্যথায় প্রতি বসন্তে
এপাশ ওপাশ দোল খাওয়া ফুলেরে
রেণুমাখা গুনগুনি মধুমাছি’রে
বলি অচিন দেশের শীতার্ত পাখি’রে
‘যাও পাখি যাও মধুমাছি বলো তাঁরে’
সে যেন আর আমারে
ফাঁকি না দেয় কখনও
এমন বসন্ত বাহারে
যদি পারো ওগো বসন্তের মধুমাছি
যে অরণ্যেই সে থাকুক লুকিয়ে
তাঁরে একটিবার আমার স্মরণ দিও…
ব’লো তারে বসন্তের ফুল
আমার বুকের হাজার মহুল
আকুল সুরভি বিলিয়ে যায় কেবল
সেই গন্ধ কি সে চিনে চিনে
আমার কাছে ফিরে আসতে পারে না
ওগো চাঁদ তুমি খুঁজে আনো তাঁরে
বোধ হয় সে তেমন যায়নি সুদূরে …
ধুলোয় লুটায়ে কাঁদি এমন বসন্তে
সে কি আর কোনো মৌসুমে
আমার কাছে ফিরে আসবে না !
________________________________________________
সাম্প্রতিকতম – ⌠ফুলহার⌡, ⌠সন্ধ্যার অন্ধকারে⌡, ⌠বসুন্ধরার বুকে⌡ ও ⌠রক্তাক্ত রাশিফল⌡
__________________________________________________________
দ্রষ্টব্যঃ কপিরাইটের জন্য এখানে প্রকাশিত প্রতিটি সাহিত্যকর্মই আংশিক আকারে প্রদর্শিত
N.B.: Some stanzas here have been masked to avoid copyright infringement
[ Copyright © 2023 | Anwar Parvez Nur Shishir – All Rights Strictly Reserved ]