ফিরে এসো আর থেকো না অন্ধকারে
অভিমান কেন করে আছো যারে খুব ভালোবেসেছিলে...!
শুভ্রকাঁচ বৃষ্টির শত-সহস্র ফোটা শব্দে
তোমার কথা আজও একই নিয়মে মনে পড়ে
রূপালী বিকেলে মেঘের পালকিতে চড়ে
তোমার রঙধনু মুখে প্রেম লজ্জা ফিরে আসে...
হিসেব রাখিনি কতকাল কেটে গেছে
করুণ মনে ভাবি যেন গতকালও পাশে ছিলে
জানিনে কিভাবে তোমাকে পাওয়া যাবে
সবই ঐচ্ছিক তবে অনিবার্য তোমায় পেতে হবে...
স্থিরজল দীঘির মৃদু কম্পিত ক্যানভাসে
মাঝে মাঝে দুএকটি পাখি আলতো ঘরে ফেরে
দিগন্তের উপরিসীমার সমস্ত আকাশ জুড়ে
তোমাকেই শুধু খুঁজি, নিরন্তর খুঁজতে ইচ্ছে করে...
ব্যথার নীলঢেউ আছড়ে সাগর সৈকতে
জানায় কেমন আছে এ হৃদয় প্রতি দিনশেষে
আমার ব্যথায় পরিযায়ী মেঘও কাঁদে
বিরহ কত ডোবায় কত ভাসায় সে'ও জানে...
রাতের কালোয় জোনাক যেমন জ্ব'লে
ক্ষণিকের তরে হারিয়ে ফেলা সঙ্গীকে নেয় খুঁজে
তেমনি তোমায় ফিরে পাবার আশ্বাসে
ঠাই জেগে আছি, থাকবো প্রিয় অহর্নিশি একইভাবে...
চির-আরাধ্য যাকে না পাবার অভিমানে
মনের সুগহীন তলে নিটোল ব্যথা জমে থাকে
করুণ চোখে করি অনুরোধ করজোড়ে
ফিরে এসো, যেওনা আর আমাকে একলা ফেলে...
ফিরে এসো আর থেকো না অন্ধকারে
অভিমান কেন করে আছো যারে খুব ভালোবেসেছিলে...!
"মেঘলা বিরহ"
১৬/৯/২০২২/শুক্রবার
উত্তরা ঢাকা বাংলাদেশ