বাংলাদেশের মাটিতে বুনেছি প্রেম
​ ​ ​ ​ ​ অনেক আশার দীপ জ্বেলে অনুক্ষণ
​ ​ ​ ​ ​ ​ বার বার তুমি প্রিয়ার আঁচল হয়ে
ছায়া সুনিবিড় স্নিগ্ধ করো জীবন

পরম মায়ায় রেখেছি সমুন্নত
​ ​ ​ ​ ​ তোমার সীমানা বুকের আলিঙ্গনে
​ ​ ​ ​ ​ প্রেমে ও দ্রোহে চিরবাসন্তী তোমায়
ভালোবাসি আমি প্রণত সংগোপনে

পরাণ ভ’রে দান করো সুপ্রভাত
​ ​ ​ ​ ​ নিষ্কলুষিত প্রতিবেশ প্রতি প্রহর
​ ​ ​ ​ ​ মায়ের স্নেহে আগলে রেখেছো বুকে
গ্রাম গঞ্জ পাড়া জেলার প্রতিটি শহর ​

তোমাকে আমৃত্যু কাছে পাবো তাই
​ ​ ​ ​ ​ ঘোষণা করেছি স্বাধীনতা মূলমন্ত্র
​ ​ ​ ​ ​ আমরা রয়েছি একমুখী অবিচল
ভস্ম ক’রতে বেশরম ষড়যন্ত্র

আঘাত এসেছে যতবার দুর্বৃত্তের
​ ​ ​ ​ ​ হয়েছি আমি খর সুকঠিন দেয়াল
​ ​ ​ ​ ​ নত মস্তকে শত্রুরা গেছে ফিরে
রাত পেরিয়ে এসেছে নতুন সকাল

বাংলাদেশের পতাকা বুকে নিয়ে
​ ​ ​ ​ ​ এগিয়ে আসছে বিকশিত তারুণ্য
​ ​ ​ ​ ​ শপথ আমার জননী জন্মভূমি
জীবন মরণ সকলি তোমার জন্য
__________________________________________________________
দ্রষ্টব্যঃ কপিরাইটের জন্য এখানে প্রকাশিত প্রতিটি সাহিত্যকর্মই আংশিক আকারে প্রদর্শিত
N.B.: Some stanzas here have been masked to avoid copyright infringement
[ Copyright © 2023 | Anwar Parvez Nur Shishir – All Rights Strictly Reserved ]