রহস্যাক্রান্ত জীবন...!
বিদায় বেলায় তুমি বারে বার ফিরে আসো
মৃত্যুকে তাই চকিতে সহসা দ্বিগুন নতুন লাগে,
হৃদয় জমিন ভরে যায় নীল অকরুণ দাগে
মৃত্যু যেন দেখতে ঠিক মন আকারের বাকসো...
সাঁঝের আলোর ঘোরে মনে হয় যেন আমি এসেনিন(১)
এখনই সময় পিয়ে নিই নীল অমৃত জীবনহীন,
ব্লেডখানি দিয়ে বাহুতে আমার, বেহালার ছড় টানছি,
ভেনম্-কুইন(২) গলায় ঢালার আজ নিশ্চিত শুভ দিন...
রক্ত ঝরণা বইছে যেন বাজছে নূপুর রিনঝিন
মৃদু উষ্ণ লবনাক্ত কবর-সাগরে(৩) ভাসছি,
জীবনে যখন কিছুতেই বাঁচা অসম্ভব প্রতিদিন,
প্রাণ-উৎসের কাছে অকালে, স্বেচ্ছায় ফিরে যাচ্ছি...
আমাকে কি কেউ দেখছে? প্রভূ তো দেখছেন ঠিক
সেখানেই যাচ্ছি, দহন ও জ্বালা নেই, নেই প্রতীক্ষা,
নির্বেদ অবসাদ, অপচয়, বিফলতা ধিক তোকে ধিক
রক্তস্বরে প্রকাশিত হোক পাপীর লিখিত দীক্ষা...
পার্থিব প্রেমে পাগল সবাই, যে যার কাজে অস্থির
সময় আমারও স্বল্প তবু কত আরো কথা ছিল বলার
তর্জনীকে লেখনী বানায়ে শেষ কথা লিখি বন্দীর,
মৃত্যুই আমার চির আকাঙ্খিত মুক্তির কারাগার(৪)...
টীকাঃ
১) সের্গেই এসেনিন - (১৮৮৫-১৯২৫) - ২৮ ডিসেম্বর ১৯২৫ মাত্রাতিরিক্ত রক্তক্ষরণের মাধ্যমে আত্মহত্যা। রাশ্যান্ উন্মাদ কবি।
২) ভেনম-কুইন - রূপক অর্থে যে বিষ প্রাণনাশে ব্যর্থ হয় না।
৩) কবর-সাগর - রূপক অর্থে পৃথিবীর বিশালায়তন কোনো কবরস্থান যার প্রত্যেকটি লাশ জীবনে দ্বিধাবিভক্ত ও আত্মঘাতক ছিল, ছিল স্ববিরোধী।
৪) মুক্তির কারাগারঃ রূপক অর্থে মৃত্যুর পর আত্মার রহস্যময় কারো তত্ত্বাবধানে নিজের সবিনয় সমর্পণ।
_____________
উত্তরা, ঢাকা
বাংলাদেশ
১৪/০৭/২০১৭