জীবন, তোকে বহুভাবে ঘুরিয়ে ফিরিয়ে
এপাশ ওপাশ করে দেখতে চেয়েছি
তাই বুঝিবা এমন প্রতিশোধ নিলি!
তুই ছিলি হামাগুড়ি দেয়া শীতল মেঝে;
ক্যামেরার হঠাৎ ফ্ল্যাশে হা করা মুখ,
শৈশব থেকে কৈশোরের ক্ষণকাল...
নীল আকাশের শ্বেত-শুভ্র মেঘমালা
ধুসর-কালো হয়ে ওঠার কু-রহস্যে
কুঞ্চিত ভ্রুজোড়া আর সোজা হয় না...
জীবন, একটা নির্লজ্জ বারাঙ্গনা, বহুচারিণী...
বিদায় দিলেও সে বারে বার ফিরে আসে,
মৃত্যুকে প্রতিবার দ্বিগুন নুতন লাগে তাই,
জীবন...তুই আমার পুরোনো নিউজপেপার;
অযথা ফাঁটলে ভরে যাচ্ছে ব্যস্ত মহাসড়ক,
আমার একলা নির্জন গলিই ভালো ছিল রে!...
দ্বিধাবিভক্ত আমার আর কিচ্ছু বলার নেই,
জোরপূর্বক মুক্তো আহরণে নেই আগ্রহও
যা পেয়েছি, আর পাচ্ছি তাতেও খুশি নই...!
জীবন, তুই এমনই দূরারোগ্য ব্যাধি!
তোকে হঠাৎ ছেড়ে যাওয়াও অশোভন
আর না যায় তোকে নিয়ে আনন্দ-বসতি...
তোকে নিয়ে কেউ কেউ নুতন পথ খোঁজে;
সে সব দল্ভুক্ত হতে পারলেও বেশ হতো,
পাঁচ-আঙুলের সমান হওয়ার অপেক্ষা চিরকাল...
ঢাকা বাংলাদেশ
১৩/জুন/২০১৪