সহজাত প্রাণেশ্বরী হে, সহজে দিলেনা ধরা
জানতে হলো বড় যাতনায়, তুমি কী কঠিন...
বহুমুখী মনস্রোত জগত-সংসার প্রেমপীড়া
দিয়ে গেল অসীম নরকজ্বালা বেদনা গহীন।।
নানান রঙের প্রাণবরণী জীবন ভ'রে এলে
কোথাও রইলে না তবু, কখনও চিরস্থির।।
চকিতে আসে, অহর্নিশি যাকে খুঁজে ফিরি,
বিজলী ঝলক খেলে হারায় হিয়ার মাঝে...
পরকে আপন ভাবার চির অজানিত ভুল
কত কত বার তুমি করবে মন বাউল।।
অমরা ছিড়ে যেতেই সহসা সকলে পর
মেঘের উপরে ভেসে থাকে দ্বিধান্বিত মেঘ...
আরও কত কাল নিজেকে চিনতে যাবে
ভেবেছি যা হীরে, সামান্য কাঁচও সে নয়।।
মনের পর্দা সরাতেই বয়ে গেল মহাকাল
ঘাতক ভ্রমর, মধু ফেলে বিষই শুধু নিলে...
বিচিত্র রঙিন কৌতুকী আমরন বেঁচে থাকা
সহস্ররঙ বসন্ত, চোখে লাগে বিবর্ণ মলিন।।
সহজাত প্রাণেশ্বরী হে, সহজে দিলেনা ধরা
জানতে হলো বড় যাতনায়, তুমি কী কঠিন...
__π__π__π__π__π__π__π__
কারবালা কবরস্থান
যশোর
বাংলাদেশ
১৩/০২/২০১৭