আবার মুহূর্তের জন্যে
একটি বছর আগের বিকেলে
ফেব্রুয়ারিতে ফিরতে খুব ইচ্ছে করছে...
আমি আজ বসে আছি
একটি বছর পরের ফেব্রুয়ারিতে
তবু যেন মুহূর্তান্তে আমি
অপরাজিতার সাথে হেটে বেড়াচ্ছি
আমঝুপি’র জড়োয়া মৌ’ঘোমটা পরা
লাজুক মৃত্তিকা বধুঁর বুকের উপর দিয়ে…
মনে হচ্ছে যে এই তো অপরাজিতা
আমার পাশে হেলে হাঁটছে…
দুচোখ ওর সামনের শূন্যতায় ওঠানো…
মাঝে মাঝে যেন
প্রলাপের মত শোনাচ্ছে
ওর শব্দ বাক্য নিঃশ্বাস…
'তুমি আমার কাছে
তোমার কবিতা ফেরত কেন চাও?'
অপরাজিতা দুলে হাঁটছে আমার পাশে…
ওর শরীরের যেন কেমন অপরিচিত,
কিছুটা অপ্রত্যাশিত বাতাস
এসে এসে লাগছে আমার গায়ে…
দিনটা যেন ১০ ফেব্রুয়ারি ১৯৯৪ সাল,
অপরাজিতা কোনো কারনে
খুব আবেগজড়িত বুঝতে পেলাম
অপরাজিতা আমার পাশে
শরীরের লাজুক ছোঁয়া নিয়ে হাঁটছে
চারপাশের উঁচু গাছ,
কালচে সবুজ পাতা,
সাদাটে খয়েরি বাকল
আমের ঝাঁপসা হলদে বৈল
অপরাজিতা আর আমার দিকে
একইভাবে তাকিয়ে আছে !
আশেপাশে পরিচিত চোখের
অপরিচিত চাহুনি,
খানিকটা না বেশটাই বিব্রত আমরা,
এসব ছাঁপিয়ে অপরাজিতা বাষ্পাচ্ছন্ন আবেগে
আমার সাথে মিশে মিশে যাচ্ছে,
অপরাজিতা নিঃশ্বাসে শব্দ তুলে
আমার একেবারে পাশেই হাটছে,
অবাক কিছু বলতে চাওয়া
জল বুদ্ বুদ্ কথা নিয়ে…
সময় ফুরিয়ে আসছে,
সন্ধ্যের আর বেশি বাকি নেই,
আমার কানে মনে মাথায়
শির শির করছে বিদ্যুৎ ঢেউ,
কি হবে আজকে ! সাগর উন্মাতাল...
আমার গহীন উৎকন্ঠা নিয়ে জানতে চাওয়া
ওর অনেক কাঙ্খিত অথচ শঙ্কিত
বলতে চাওয়া’কে পঙ্গু করে দিচ্ছে…
অপরাজিতা যেন সত্যিই
সুপ্ত সিক্ত শিশিরের
আয়না প্রতিবিম্ব নিয়ে আমার পাশে হাঁটছে,
আজ যেন আমি অপরাজিতার চেহারা ভুলে যাচ্ছি,
কিছুতেই মনে করতে পারছিনা…
আমি সত্যিই ওকে
আর ওর ফটোগ্রাফ দেখে’ও চিনে উঠতে পারছিনা,
ওর আমার কাটানো
শ্বেত মুহূর্তগুলোর চেহারা
এত বেশি মনে গেঁথে গিয়েছে
যে ওর আসল চেহারা
আমার কাছে ধোঁয়াশা মনে হচ্ছে…
অপরাজিতা আমাকে আপন করে
আমার পাশে অনাদিকাল ধ'রে হাঁটছে…
কি তুলতুলে ভালো লাগছিল বয়স্ক বিকেলটা
যেন এখনই আমার শরীরে
শিহরণ কাঁপুনি দিয়ে অনুভব ক’রলাম,
অপরাজিতা কাঁপা চোখের দৃষ্টি
শূন্যে ছড়িয়ে আরও একটু দূরে চেয়ে
এই যেন এখনই বললো,
'যদি বলি আমি তোমাকে ভালোবাসি !'
অপরাজিতা মহাশূন্যের অনন্তে
স্থান কালহীন সামান্যের দিকে তাকিয়ে
আমার দশ দিগন্তে হাঁটছে ...
আমঝুপি ১১ ফেব্রুয়ারি ১৯৯৫ শনি
____________________________________________
দ্রষ্টব্যঃ কপিরাইটের জন্য বাংলা কবিতা ডট কম এ প্রকাশিত প্রতিটি সাহিত্যকর্মই আংশিক আকারে প্রদর্শিত
[ Copyright © 2023 | Anwar Parvez Nur Shishir – All Rights Strictly Reserved ]