আসে আর
চলে যায়
পাশের মানুষটিও
রেখে যায়
শুধুমাত্র
কিছুকালের স্মৃতি
আকাশগঙ্গায়
হারিয়ে যায়
অন্ধকার গৃহ
নিঃসীমে
পাখা মেলে
শূন্য প্রতিকৃতি...
"সমস্ত রাত
এপাশ ওপাশ,
চোর খোয়াবের চোটে...
তোমার প্রেম
চাইতে শুধুই,
বাঁকা ভ্রূকুটি জোটে"...!
আমার দুঃখ
লাঘব করে
শিরিষ কাগজ ছাদ...
অসীম সারির
বৃক্ষাগ্র ছোঁয়
এক চিলতে চাঁদ...
__________________
আনোয়ার পারভেজ নুর শিশির
১৪/১১/২০১৭/মঙ্গলবার