যেথা বোবা ইতিহাস কথা কয় সশস্ত্র সংগ্রামে
মাতৃভূমির জঠরে হঠাৎ অকাতরে ঝরে প্রাণ
২১শে ফেব্রুয়ারি আগুন উজ্জ্বল রক্তের দামে
বিশ্বভূবন প্রাণে অনুভব করে মাতৃস্নেহের টান…
মিছিলে মিছিলে ঘনতপ্ত রাজপথ আবার
শব্দে বর্ণে হতাশ মলিন ব্যথিত বর্ণমালা
ডাক দিও তুমি দ্রোহী তখনো যুদ্ধে যাবার
হায়েনার বুক ক’রে নিমিষে ফালা ফালা
অনেক কথার আঁকরে বাসন্তী চিঠি প্রিয়ার
বুক পকেটের আড়ে নির্ঘুম জেগে থাকে
পাহারায় জাগে সালাম রফিক জব্বার
দেখা হবে শিমুল পলাশ কৃষ্ণচূড়ার ফাঁকে
আমরা করছি ব্যর্থ প্রভাত ফেরীর দিন কি
বাংলা ভুলে বাঙালির গৌরবমাখা একুশ ?
ব্যর্থ যেতে পারে না শহীদের রক্ত ফিনকি
বিস্মৃত তারুণ্য যতই হোক মগ্ন নগ্ন বেহুশ
বাংলার লাল সবুজ আবীর শরীরে মেখে
বুকে বেঁধে রাখি মাতৃভূমির মেঠো পথ
আমার অপরূপ বাংলার হাসিমুখ দেখে
প্রতি একুশ হোক কাল উত্তীর্ণ বিজয় রথ
_____________________________________________________
দ্রষ্টব্যঃ কপিরাইটের জন্য বাংল কবিতা ডট কম-এ প্রকাশিত প্রতিটি সাহিত্যকর্মই আংশিক আকারে প্রদর্শিত
[ Copyright © 2023 | Anwar Parvez Nur Shishir – All Rights Strictly Reserved ]