যেথা বোবা ইতিহাস কথা কয় সশস্ত্র সংগ্রামে
​ ​ ​ ​ ​ ​ ​ মাতৃভূমির জঠরে হঠাৎ অকাতরে ঝরে প্রাণ
​ ​ ​ ​ ​ ​ ​ ২১শে ফেব্রুয়ারি আগুন উজ্জ্বল রক্তের দামে
বিশ্বভূবন প্রাণে অনুভব করে মাতৃস্নেহের টান…

মিছিলে মিছিলে ঘনতপ্ত রাজপথ আবার
​ ​ ​ ​ ​ ​ ​ শব্দে বর্ণে হতাশ মলিন ব্যথিত বর্ণমালা
​ ​ ​ ​ ​ ​ ​ ডাক দিও তুমি দ্রোহী তখনো যুদ্ধে যাবার
হায়েনার বুক ক’রে নিমিষে ফালা ফালা

অনেক কথার আঁকরে বাসন্তী চিঠি প্রিয়ার
​ ​ ​ ​ ​ ​ ​ বুক পকেটের আড়ে নির্ঘুম জেগে থাকে

​ ​ ​ ​ ​ ​ ​ পাহারায় জাগে সালাম রফিক জব্বার
দেখা হবে শিমুল পলাশ কৃষ্ণচূড়ার ফাঁকে

আমরা করছি ব্যর্থ প্রভাত ফেরীর দিন কি
​ ​ ​ ​ ​ ​ ​ বাংলা ভুলে বাঙালির গৌরবমাখা একুশ ?
​ ​ ​ ​ ​ ​ ​ ব্যর্থ যেতে পারে না শহীদের রক্ত ফিনকি
বিস্মৃত তারুণ্য যতই হোক মগ্ন নগ্ন বেহুশ

বাংলার লাল সবুজ আবীর শরীরে মেখে
​ ​ ​ ​ ​ ​ ​ বুকে বেঁধে রাখি মাতৃভূমির মেঠো পথ
​ ​ ​ ​ ​ ​ ​ আমার অপরূপ বাংলার হাসিমুখ দেখে
প্রতি একুশ হোক কাল উত্তীর্ণ বিজয় রথ

_____________________________________________________
দ্রষ্টব্যঃ কপিরাইটের জন্য বাংল কবিতা ডট কম-এ প্রকাশিত প্রতিটি সাহিত্যকর্মই আংশিক আকারে প্রদর্শিত
[ Copyright © 2023 | Anwar Parvez Nur Shishir – All Rights Strictly Reserved ]