জসিকা, আমার সোনা,
আমার হৃদয়, আমার ভাবনা।
তুমি আফ্রোদিতি, তুমি পরী,
তুমি সুহাসিনী, তুমি মায়াবতী।
তুমিই ব্রক্ষ্মা, তুমিই বিষ্ণু,
তুমিই মহেশ্বর, তুমিই সিন্ধু।
তুমি কাসালং,
তুমি শুভলং,
তুমিই বসন্ত মোন।
ফুরোমোন তুমি,
হে জসিকা, আমি তোমায় নমী।
জসিকা, ওগো শুনো,
আমি তোমায় যে অনেক
ভালোবাসি, তা কি তুমি জানো?
হে সুহাসিনী, তুমি আমায়
কি দেবে ভিক্ষা?
তোমার ভালোবাসা?
তুমিই রাধা, তুমিই রুক্মিনী,
তুমিই সীতা, তুমিই স্রোতস্বিনী।
তুমি বরগাঙ,
তুমি শঙ্খ,
তুমিই মাইনী।
মাতামুহুরি তুমি,
হে জসিকা, আমি তোমায় নমী।
তোমার প্রেমে অন্ধ,
তোমার রূপে স্বব্ধ।
তোমার কণ্ঠ অমৃত,
যেন কোকিল গাইছে গান।
কি সুন্দর! কি মিষ্টি!
কি অদ্ভুত সুরের টান!
তুমিই পদ্মা, তুমিই মেঘনা,
তুমিই নাফ, তুমিই যমুনা।
তুমি প্রেম,
তুমি মোহ,
তুমিই আবহ।
আমার ভালোবাসা তুমি,
হে জসিকা, আমি তোমায় নমী।
তোমার কালো হরিণ চোখ,
তোমার স্ট্রবেরির ঠোঁট,
তোমার কালো কেশ,
মোহিত করে রাখে বেশ।
কবিতা করলাম এখানে শেষ।
এখন দেখব তোমায়।