আমায় , উড়তে কেন শেখালে ?
যখন , দেখবেই না তুমি !
কেমন করে উড়ছি আমি
দেশ হতে আজ দেশান্তরে ।
তাহলে , উড়তে কেন শেখালে ?
তোমার প্রচেষ্টায় , আজকে আমি উড়তে পারি ।
উড়তে পারি , অনেক দূর-দূরান্তরে।
আমায় , উড়তে কেন শেখালে ?
যখন , দেখবেই না তুমি !