কোথায় যে তুই, হারিয়ে গেলি
এই মানব ভিড়ের মাঝে ।
তোমাকেই খোঁজে , নয়ন আমার
সকাল হতে সাঁজে !
বহুবছর খুঁজছি তোরে
দিক হতে দিক দেশান্তরে ।
যে স্বপ্নগুলো সাজিয়ে ছিলিস
আমার অন্তরে !
দেখনা এসে, কেমন করে
বসে আছি তোর স্বপ্ন মেলে ।
শান্ত-অশান্তরে !
মাঝে মাঝে চুপি সাড়ে
আছিস কেন ঘুমের মাঝে ?
স্বপ্ন পরীর বেশে !
একটা কথা জানার আছে ।
কেমন করে আচিস বেচেঁ
আমায় ছেড়ে তুই ?
মৃত্যু যখন আসবে দ্বারে
দেখতে আমি চাইযে তোরে ।
পুরানো সেই.... বেশে ।
অপেক্ষাতে রইবো আমি
জীবন যুদ্ধের শেষে ।
অপেক্ষাতে রইবো আমি
জীবন যুদ্ধের শেষে ।