ফেলে আসা স্মৃতি
ছোট্টবেলার দিন গুলো , ফিরে পেতে চাই ।
ইচ্ছে করে বিকেল হলেই , খেলার মাঠে যাই ।
কত ত ছিল খেলার সাথী , কত ত রকম খেলা ।
আর কি পাবো ফিরে আবার , সেই ছোট্টবেলার ?
এখন তারা নেই কো সাথে , নেই কো তারা মাঠে ।
মাথার উপর বোঝা নিয়ে , ঘুরছি হাটে হাটে ।
কোথায় তাদের ফিরে পাবো , কোথায় আছে তারা ।
ফেসবুকে রোজ দেখা হয় , শুধু নেই কো খেলার তাড়া ।
ছোট্টবেলার দিন গুলো যে , ছিল কত - ই ভালো ।
হাসতে হাসতে কেটে যেতে , দিনের শেষের আলো ।
সন্ধ্যেবেলার ঘরে ফেরা , পড়তে বসার তাড়া।
কখন যে এই রাতটা কাটে , ভেবেই ভেবেই সারা ।
বিকেল হলেই খেলতে যাবো , আবার মাঠে তে ।
এখনও যে ইচ্ছে করে , বিকেল বেলায় যাই ফিরে যাই ,
ফেলে আসা , সেই ছোট্টবেলার খেলার মাঠে তে ।
হে ভগবান ! তোমার কাছে প্রার্থনা যে এই !
দাও ফিরিয়ে আবার আমায় ,
সেই ছোট্টবেলার খেলার সাথী, এখন যারা নেই ।
ভাবছি আমি বৃথাই এ সব ,ভাবছি যাদের কথা ।
তাদের হয়তো নেইকো মনে , ছেলেবেলার কথা ।
এখন সবাই ব্যস্ত তারা , নিজ নিজ কাজে ।
ছেলেবেলার স্মৃতি তাদের , লাগতে পারে বাজে ।
অপরজন