রাগের বশে অথবা অভিমানে ভেসে
হয়ত বলেছি কটু কথাখানি,তাতে কি?
আমি তো স্বীকার করছি,
জানোই তো আমি কতটা অভিমানী!
বলছি না ফিরে এসো,আগের মত করে
আবার আমায় ভালোবাসো;তবে একটু কিছু
বলতে তো পারো,আমি জানতে তো পারি
তুমি কেমন আছো? হয়ত ভালোই...
এই আমি চাই তুমি ভালই থাকো,
নিজের খেয়াল রাখো,তোমার নতুন ‘তাকে’-ও
খুব আদর যত্ন রাখো,
তোমরা একসাথে অনেক সুখে থেকো;কিন্তু
আমি সুখে আছি কি-না খুব সহজে একবার
জানতেও তো পারো।না হোক আগের মত করে
সামনা সামনি বসে বা পায়ে হেঁটে;কিন্তু
টেলিফোন বা চিঠিপত্রতে কয়েকটি শব্দ
লিখতে বা বলতে তো পারো।
জানতে তো পারো আমি কেমন আছি !
জানি তুমি ফিরবে না,তাতে কি?
আমার কাছে আসার পথটিতে একটু তো
ঘুরে যেত পারো,হোক-না তোমার ‘তার’ সাথেই।
আমি না-হয় সামনে আসব না,দূর থেকেই দেখব
দু’জনকে,নতুন তোমাকে।আমি তো স্বীকার করেছি
কটু কথাখানি আমিই বলেছি,তাতে কি?
তুমি চলে গেছ বলে ভুলে তো যাই নি। ভালো না হোক,
তুমি-ও না হয় কিছু কটুকথা আমায় বলো।
এ আমায় মনে রেখো।
তুমি ভালো থেকো।