দিন রাত্রি সবসময়
এক চাপা অনুভুতি তাড়িয়ে বেড়ায়,
কি যেন খোঁজে মরিয়া হয়ে চোখ
চারিদিক কাকে দেখার আশায়?
আমি বুঝি,কিন্তু ভয় হয়।
যদি হারিয়ে যায়!
যে আমার নয়,হয়ত হবেও না আর
কেন তাকে,তাকেই মন চায়।
যার ক্ষণিকের উপস্থিতি দেয় জাগতিক
সব শান্তির প্রসাদ।তার অনুপস্থিতি
আমাকে হন্যে হয়ে তাড়িয়ে বেড়ায়
পাগলের ন্যায় সর্বদাই।
রাতের জোছনা,ফুলের গন্ধ
সকালের শুভ্রতা ,বাতসের ছন্দ
এ সব,সবকিছু শুধু তার-ই জানান দেয়।
আমি বুঝি,তাকে খুব টের পায়
কিন্তু ভয় হয়।
যদি হারিয়ে যায়!