নতুন করে তোমাকে আর কিছু বলার নেই
এখনো এখানে সবকিছুই পুরানো।
আমি
তুমি
আমাদের সব স্মৃতি-বিস্মৃতি
শুধু আমাদের মাঝেই লুকানো।

ঐ দ্যাখো,
সবুজ ঘাস বুনোলতা,পিচ্ছিল পুকুরপারের
কালছে জলে মাছের আঁশটে গন্ধ,
এখনো কোথাও কোথাও আমাদের
তোমার-আমার এক পা এক পা করে
দুটি পায়ের ছাপ আঁকানো।
ভালো করে চেয়ে দ্যাখো,
সেই আমি
এই আমি
আজও একইরকম পুরানো।