হৃদয় জুড়ে এত যে ব্যথা
না বলা কত জমানো কথা,
ছোট বড় বর্বর আঘাত
কত নিশ্চুপ কান্নার কর্ণপাত
কে শুনতে পায়?
আস্ত এক সুস্থ শরীর নিয়ে
হেঁটে চলা মানুষ আমি।
অফুরন্ত কথা বলা
অকারনেই হেসে উঠা,
এসবের ওপিঠেই যত ব্যথা
কে জানতে চায়?
কাজল পরা সাজানো চোখ দুটি
লাল রঙ্গে আকানো ঠোঁট দুটি,
সুন্দর কাঠামো বেশে যে দূর্ভোগের জীবন
কে দেখতে পায়?
নাই,ওরে কেউ নাই!
এ জীবন শুধু নিজের
এ জীবনে-
নিজ ছাড়া নিজের কেউ যে নাই।
এ কথা ক'জনে বল মানতে চায়?
কে মানতে চায়?