ডিজিটাল ঘড়িদের
লাল লাল লেখার মতো,
অনেক রাত্রির সুতোয় ঝুলে থাকা
অজস্র হাহাকার
আর নির্জন বেদনা যেমন;
ঠিক তার মতো
রক্তাভ মাতাল বিস্ময় মিলে
রাত-চেরা-উল্কা-সময়ের হাত ধ'রে
যাবে চ'লে অতীত তাহার।
তারাও তো চলে যাবে;
নুড়ির ভ্রমণ;
দলে দলে ভেঙ্গে ভেঙ্গে;
খুঁজে তাকে পাবে না তো আর।
নদী তার সন্ধ্যা-আকাশ।
সাইনবোর্ড থেকে যাবে
ঝুলে যাবে জং ধরা তারের দোলায়।
রঙ যদি নাই থাকে আর;
ধুলি-সাদা সময়ের হাত ধ'রে
মুছে যাবে অতীত তাহার।
রচনাকাল : ২৮-০৭-২০২২ খ্রিস্টাব্দ