এখানে;
এইখানে এই হলুদে, সবুজে,
অন্ধকার-গাঢ় কিংবা পীতাভ জলপাইর নকশী
আর বাটিকের মাঠে;
বিদীর্ণ আয়নুন্মুখ শ্যাওলাপুকুর অথবা
জরিপাড় খাল, জলাক্ষেত আর তাদের
ধমনী প্রনালীতে;
কৈশিক জালিকা আর রক্তাভ
তোমার গ্রীবায়,
পল্লবীত অংকুর, পুষ্প কিংবা পুষ্পাভ বৃন্তে;
এইখানে এই হলুদে, সবুজে,
হাহাকার বাতাসের মতো প্রেম আসে,
আসে ক্ষোভ, বিক্ষোভ
আসে ফেনিল সমুদ্রের ঢেউ বিরহ সুনীল
মৃত্যুর মতো, এইখানে;
এখানে।