আমিতো চোরের মতো চলি;
চোখ বুঁজি, ছায়া ধ'রি--
কেউ যেন দেইখা না ফেলে।
সিঁদকাটা, তেলমাখা, লিকলিকে গায়
স্যুট-প্যান্ট, টাই-বুট সুতা সুতা লাগে।

আমার তো মনের মধ্যে
কাক কাক ভাব--
চৌর্য্যবৃত্তি জাতির গর্ব, কিসের অভাব!
তবুও ভিতর ভিতর নিশীথিনী ডাকে--
পাছে ভয়, এই বুঝি রাত হয় ভোর--
কেউ যদি দেইখা ফেলে--
ঐ যায় চোর!

আমি তো থাইকা গেছি
চোরের মতোই চুপ--
বাকহারা শত্রুছাড়া নাদান এক দাস--
আলকাতরা গায়ে মেখে করি হাঁসফাঁস।
রূপকথায় পড়ছি কতো
কে কারে ঠগায়।
ঠেকায় কে আর
করলে চুরি আঙুলের ডগায়।

রচনাকাল : ১৪/০২/২০২০ খ্রিস্টাব্দ