নির্বিরোধী নির্বোধ নির্লজ্জ
লাজুক বেড়ালের মতো তন্দ্রাচ্ছন্ন
আমার মৌনতায় দেখি
বিকট বিদীর্ন শব্দের বুদবুদ
আর আমিষলোভী আগুনে ভস্মীভূত
তপোবন বালাখানা আর টাকার ভাগাড়।
তবু পিচ কালো লাশের মিছিলে ভরা
মিছিলের দিনে
মিছিলের শহরে
এখনো চলে যাই
স্বার্থপর কূপমণ্ডূক স্বপ্নময়তার ক্ষুরে
ভর ক'রে।
নির্বোধ আমি স্বপ্ন দেখি
জাহান্নামের মতো মাইনফিল্ডে বসে
জল পড়ে পাতা নড়ে
শিশির ভেজা ঘাসের উপর
আর যত কুলাঙ্গার আমার মতন
পানশালা ছেড়ে মার্চ পাস্ট করে
সিরাতাল মুস্তাকিমে।
রচনাকাল: ২১/০২/২০১৯ খ্রিস্টাব্দ