দ্রোহের কবিতা বা গান
-আপন দে অপু
লক্ষ শহীদ জাইগা উঠছে
বাঙ্গালীদের খবর দে
দেশদ্রেহীদের খুঁইজ্জা আইনা
জ্যন্ত তাদের কবর দে।
শহীদেরা কইয়া গেছে
দেশনাকি ভইরা গেছে
পাকিস্থানের পেতাত্মায়।
বাঙ্গালীরে ছোবল মাইরা
রক্ত চুইসা খায়তাছে
বীরদর্পে সেআত্মায়।
কইরে তোরা চইলা আয়
যাইবো এবার মিছিলে
সামনে পাইলে গনধোলাই
জিগাইবো একাত্তরে কিছিলে ?
শহীদ ভাইরা কইয়া গেছে
কোন শালারে নাছারতে
পাছায় লাত্থি গালে চাটি
পারলে ধইরা আছাড়তে।
আমরা যদি না পারি
তাইলে তাদের কইতে
তারা অইসা শালাগরে
তাড়াইবো দেশ হইতে।
শহীদভাইরে কথা দিছি
পেতাত্মা সব তাড়াবো
দেশদ্রোহী মুক্ত করে
দেশপ্রেমিক বাড়াবো।
-০৯.১১.১৪ ইং