তোমাদের অবদান
-সুব্রত দাশ আপন
এটি কবিতায় বঙ্গবন্ধু কাব্যগ্রন্থে প্রকাশিত।
‘৫২’ এর ভাষা আন্দোলন, বাংলার মানুষকে দিয়েছে,
বাংলায় কথা বলার অধিকার
বাঙালির হৃদয়ে চির স্মরনীয় হয়ে থাকবে
সালাম, বরকত, শফিউর, রফিক, জব্বার।
‘১৯৬৯’ এর গণভূত্থান
বাংলার মানুষকে যোগিয়েছে যুদ্ধ করার সাহস
অলস বাঙালী ঘরে বসে থাকেনী
৭১’ এ পাকসেনার বিরুদ্ধে জিহাদ করেছে নিরলস।
বাংলার সোনার ছেলে পিছু হঠেনি
গিয়েছে যতটুকু প্রয়োজন যাওয়ার
তাজা প্রাণ মৃত্যুর মুখে টেলে দিয়েছে
উদ্যেশ্যে শুধু মাকে রক্ষা করার।
মুক্তিযোদ্ধের মহান নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
সাহস যোগিয়ে মানুষকে দিয়েছেন সঠিক নেতৃত্ব
তাই আজ বিশ্ব দরবারে‘ বাংলাদেশ’ নামে একটি স্বাধীনদেশ
হয়েছে আলোকিত।
এখনো মানুষ বিহ্বল হয়ে কেঁদে উঠে, শহীদ জিয়া বলে
সোনার বাংলা সোনার ছেলে, প্রাণ দিয়েছে অকালে।
রবীঠাকুরের অলস বাঙালী পান্তা চিবিয়ে খেতে পারে না
বাংলার দামাল ছেলেগণ করেছে মিথ্যা প্রমানিত
৯মাস রক্তক্ষয়ী জিহাদের মাধ্যমে,
ছিনিয়ে এনেছে মুক্তি, হয়েছে জয়জিত।