মাথা উচু করে দাড়িয়ে আছে তোর পতাকা
হতভাগ হই দেখে
এ মন হাহাকার হয়ে কেঁদে উঠে
লক্ষ শহীদ সমর সমুখে জীবন বাজি রেখে।
তোর অঙ্গ কত রক্তে রঞ্জিত হয়েছে
আত্মবিশ্বাসী দেশপ্রেমিক একত্রিত হয়ে
অস্ত্রের মুখে গেলেও, তোকে রক্ষা করতে পেরেছে।
স্বাধীনতা অর্জন করে
স্বাধীনতার মুকুট চির অম্লান রয় না
দেশদ্রোহীদের বড় বড় কথা আজ
কিন্তু দুর্নীতি বন্ধ করে না।
স্বাধীনতা অর্জনের দুই একটা কথা বললেও
মন থেকে যেন গেছে মুছে
নেতারা কাল টাকার গন্ধে মুগ্ধ আজ
বড় বড় বক্তৃতা দিয়ে দেশ প্রেমিক সাজে।
দেশের মানুষ অনাহারে, অর্ধাহারে কাটাচ্ছে
তবুও চোঁখ খুলে দেখেনা তারা
দলবাজদের হাতে দেশ আজ বন্দী
একটাই চিন্তা, দেশীয় টাকা খরচ করে
যেকোন মূল্যেই নির্বাচনে জয়ের মুকুট পরা।
কবর থেকে শহীদরা চিৎকার দিয়ে বলে
এই যদি আমাদের স্বাধীনতা হয়
তবে পাক-হানাদারদের হাতে ভালই ছিলাম
কেন রক্তক্ষয়ী যুদ্ধ শেষে
স্বাধীনতার মুকুট ছিনিয়ে আনলাম?