জীবন মানে বিলাসিতা নয়, জীবন মানে কষ্ট
জীবন মানে হাহাকার করা কান্না
দু:খতে রমনী শ্রেষ্ট।
জীবন মানে বড় বড় দালান নয়
জীবন মানে অনাহারি শিশুর খুদার জ্বালা
মা কাদেঁ, শিশু কাদেঁ কিভাবে ফুরাবে বেলা।
জীবন চাইনিস হোটেলে বিরানী,ফলোভাত নয়
খেঁটে খাওয়া মানুষের দু:খস্বরের কথা
জীবনের মানে বুঝতে গেলে
মোর হৃদয় পিঞ্জরে লাগে ব্যাথা।
জীবন মানে কি রিক্সাওয়ালার
মাথার গাম পায়ে ফেলা
নাকী জীবন মানে ঠেলাগাড়ী চালকের
দিন রাত ঠেলা ঠেলা।
জীবন মানে ফুটপাতে সোয়া
শতশত বৃদ্দ শিশুর উচ্ছ্বাসিত হাকাকার
মানব জীবন এমনিতেই যাবে
কিছুই নেই কি করার?
জীবন মানে কি জ্ঞান অর্জনের বয়সে
পেটের দায়ে দিন মজুরী কাজ করা
যুব সমাজকে আমি সুব্রত দাশ আপন প্রশ্ন করি
এ জন্য দায়ী কারা?